ম্যানচেস্টার ইউনাইটেড কিনতে বিড তুলল কাতারি এই কনসার্টিয়াম

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : শুক্রবার কাতারি এক কনসার্টিয়াম, যার মূখ্য ভূমিকায় রয়েছেন কাতার ইসলামিক ব্যাঙ্কের চেয়ারম্যান শেখ জাসিম বিন হামাদ আল থানি, ঘোষণা করেছে যে তারা ম্যানচেস্টার ইউনাইটেড ক্লাব কেনার জন্য বিড তুলেছে। গত নভেম্বর মাসে আমেরিকান গ্লেজার পরিবার ঘোষণা করে, ক্লাব লগ্নি বা বিক্রির জন্য তারা তৈরি।
কাতারি এই কনসার্টিয়াম ছাড়াও ইউনাইটেড কেনার বিড তুলেছেন ব্রিটিশ ব্যবসায়ী জিম র্যাটক্লিফ।
নিজেদের ঘোষণায় কাতারি কনসার্টিয়াম জানিয়েছে, ম্যানচেস্টার ইউনাইটেডের শতভাগ কেনার বিড তুলেছে তারা। যদিও ঘোষণা করেনি, তবে রিপোর্ট অনুযায়ী, প্রায় ছয় বিলিয়ন ইউরোতে বিড তুলতে চলেছে এই কনসার্টিয়াম।
এদিকে ক্লাব অধিগ্রহণের পর প্রতিশ্রুতি হিসেবে এই কনসার্টিয়াম জানিয়েছে, "এই বিডের মাধ্যমে ক্লাবের পুরোনো গৌরব ফিরিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে, মাঠ ও মাঠের বাইরে। আর তার উপর, সমর্থকদের হৃদয়ে জায়গা করার প্রয়াস থাকবে। ম্যানচেস্টার ইউনাইটেড ফুটবল ক্লাবে বিড করার লক্ষ্য হল, ফুটবলীয় পর্যায়ে নিজেদের সেরাটা দেওয়ার। যা এক সময়ে বিশ্বের সেরা ক্লাব হিসেবে বিবেচিত হয়েছিল।"