বদলা নিতে ব্যর্থ পিএসজি! ফিকে হয়ে গেল মেসি-নেইমার-এমবাপ্পেদের জাদু

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ১৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ান্স লিগের রাউন্ড অফ ১৬য় মুখোমুখি হয় মেসি-নেইমারদের পিএসজি এবং মুসিয়ালা-মুলারদের বায়ার্ন মিউনিখ। এবং আরও একবার পরাজয়ের শিকার হয় প্যারিসের ফুটবল ক্লাব। একপ্রকার মুখ থুবড়ে পরেন তারকাখোচিত প্যারিস সাঁ জা।
এর আগে ২০১৯-২০ চ্যাম্পিয়ান্স লিগ ফাইনালে একে অপরের মুখোমুখি হয়েছিল এই দুই দল। তখন দলে ছিলেন না মেসি। কিন্তু খেলেছিলেন পিএসজির অন্য দুই নায়ক নেইমার এবং এমবাপ্পে। সেই ম্যাচে বায়ার্নের ফুটবলার কোমানের করা একমাত্র গোলে পরাজিত হয় পিএসজি।
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে মেসির অভিজ্ঞতাও খুব একটা সুখকর নয়। মেসি বার্সেলোনায় থাকাকালিন বায়ার্নের কাছে তাঁর দল হেরেছিল ৮-২ গোলে।
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে হারার পর ২০২১ সালে বদলা নেওয়ার সুযোগ পেয়েছিল পিএসজি। প্রথম লেগ এ জিতলেও পরের লেগ-এ হেরে আবার চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নেয় পিএসজি।
তাই এবারের বায়ার্ন বনাম পিএসজি ম্যাচ আরও একবার বদলার ম্যাচ হয়ে উঠেছিল মেসি-নেইমার-এমবাপ্পেদের জন্য। কিন্তু এবারেও সেই কোমানের গোলেই হার পিএসজির। শুধু হারই নয় খেলায় সেভাবে নিজেদের ছাপ ফেলতে পারেন নি নেইমার এবং মেসি। পরিবর্ত হিসাবে নামা এমবাপ্পে এক সময় গোল করে দলকে সমতায় ফেরালেও অফসাইডের কারণে এই গোল বাতিল হয়।
যদিও দ্বিতীয় পর্বের খেলা বাকি। তবে বায়ার্নের সামনে আরও একবার মুখ থুবড়ে পরলেন মেসি-নেইমাররা তা বলাই যায়।