চ্যাম্পিয়নস লিগ মানেই দুঃস্বপ্ন পিএসজি, টটেনহ্যামের জন্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ দুই দেশের দুই ফুটবল ক্লাব। নিজেদের দেশে নাম-ডাক অনেক। বিশ্বের ধনী ফুটবল ক্লাবগুলির একটি। কিন্তু ইউরোপের সবচেয়ে বড় প্রতিযোগিতা এলেই মুখ থুবড়ে পড়া। দলে যতই তারকা-মহাতারকা থাকুক ফ্রান্সের পিএসজি এবং ইংল্যান্ডের টটেনহ্যামের ভাগ্য এই মরশুমেও বদলালো না।
রাউন্ড অফ ১৬ এর প্রথম লেগে ঘরের মাঠে ১-০ হারার পর দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে হেরে মোট ৩-০ ফলাফলে পরাজিত হয়ে চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেলো মেসি, এমবাপ্পেদের পিএসজি।
অন্যদিকে এসি মিলানের কাছে প্রথম লেগে ১-০ হারার পর দ্বিতীয় লেগে ঘরের মাঠে ০-০ ড্র টটেনহ্যামের। ছিটকে গেলো হ্যারি কেনের দলও।
বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখের সামনে কার্যত দুর্বল দলে পরিণত হয় পিএসজি। মেসি-এমবাপ্পে-ভেরাত্তি-ডনারুমা-র্যামোসের মতো বিশ্ব কাঁপানো ফুটবলারদের নিয়েও পিএসজি, জার্মানি শক্তির কাছে হার স্বীকারে বাধ্য হয়। সদ্য ফিফা বেস্ট অনুষ্ঠানে প্রথম ও দ্বিতীয় হওয়া মেসি ও এমবাপ্পেকেও এই ম্যাচে সেভাবে খুঁজে পাওয়া যায়নি। বরং দলের ডিফেন্ডার র্যামোস বেশ কয়েকবার গোল করার কাছাকাছি পৌছে যায়। অন্যদিকে বায়ার্নের ডিফেন্ডার ডি লিট অসাধারণ গোল লাইন সেভ মন জয় করে নেয় ফুটবল মহলের।
ম্যাচ শেষে পিএসজি অধিনায়ক এমবাপ্পে তার দল নিয়ে চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি জানিয়েছেন, " বায়ার্ন মিউনিখের যে দল রয়েছে সেটি চ্যাম্পিয়নস লিগ জেতার জন্য তৈরি হয়েছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ দিয়েছি।"
অন্যদিকে নিজেদের হোম গ্রাউন্ডেও গোল করতে ব্যর্থ অ্যান্টনিও কোন্তের টটেনহ্যাম। বরং এই ম্যাচে লাল কার্ড দেখেন রোমেরো ফলে ১০ জনে খেলতে বাধ্য হয় কোন্তের দল।