স্যান্টোস-বোকা জুনিয়র্স সহ লাতিন আমেরিকার হেভিওয়েটরা আসতে পারে ভারতে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : দক্ষিণ আমেরিকার একাধিক হেভিওয়েট ক্লাব আসতে পারে ভারতে, এমনই সম্ভাবনা তৈরি হয়েছে। যদি পরিকল্পনামাফিক হয়, তাহলে ব্রাজিল ও আর্জেন্টিনার বড় বড় ক্লাবগুলি খেলতে পারে ভারতে।
কোচির কালুর আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে পারে এই হেভিওয়েট ক্লাবগুলি। এই বিষয়ে আশা দেখালেন গ্রেটার কোচিন ডেভেলপমেন্ট অথোরিটির চেয়ারম্যান কে চন্দ্রন পিল্লাই। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি এই বিষয়ে জানিয়েছেন, ইতিমধ্যেই ব্রাজিল ও আর্জেন্টিনার দুটি ক্লাবের সাথে প্রাথমিক কথাবার্তা শুরু হয়েছে।
এদিকে জিসিডিএর পরিকল্পনা রয়েছে, কালুর স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের তৈরি করার। বর্তমানে এটি কেরালা ব্লাস্টার্সের ঘরের মাঠ। পাশাপাশি স্টেডিয়ামে খেলাধূলা ছাড়াও সাংস্কৃতিক ও চলচ্চিত্রের ব্যবহারের জন্যও ব্যবহারের যোগ্য করার পরিকল্পনা চলছে।