রোনাল্ডোকে নিয়ে বিশ্বকাপে ঘটে যাওয়া নাটকের পর্দা ফাঁস করলেন এই সতীর্থ!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সম্প্রতি ফিফা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকেই ছিটকে গিয়েছিল পর্তুগাল। আর এই টুর্নামেন্টের নকআউট পর্বে মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে রাখা নিয়ে সমালোচনা ও বিতর্কের ঝড় উঠেছিল পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোসকে নিয়ে।
এবার রোনাল্ডোর বেঞ্চে বসিয়ে রাখার পরিস্থিতি নিয়ে কথা বললেন সতীর্থ উইলিয়াম কার্ভালহো। তিনি এক্ষেত্রে রোনাল্ডোর ক্ষুব্ধ হওয়াকে সমর্থন করেছেন।
এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাৎকারে কার্ভালহো বলেছেন, "অত্যন্ত জটিল পরিস্থিতি ছিল। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে ওনার সমস্যা চলছিলই। উনি জাতীয় দলের হয়ে খেলা শুরু করেন, কিন্তু একটি ম্যাচে ম্যানেজার ওনাকে নামাননি এবং রোনাল্ডোর কাছে এই নিয়ে হতাশা প্রকাশ স্বাভাবিক ছিল। কোনও খেলোয়াড় চাইবেন না তিনি বেঞ্চে বসে থাকুন।"
এমন খবরও এসেছিল, যেখানে বলা হয়েছিল যে রোনাল্ডো হুঁশিয়ারি দিয়েছিলেন বিশ্বকাপের মাঝে পর্তুগাল দল ছাড়বেন। যদিও এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছেন উইলিয়াম কার্ভালহো।
তিনি বলেছেন, "ক্রিশ্চিয়ানো রোনাল্ডো বেঞ্চে বসার কারণে হতাশ ছিলেন, কিন্তু উনি সব সময় দলের সাথে ছিলেন। যদিও উনি খেলেননি, উনি সর্বদা আমাদের সাহায্য করেছেন। দল জানত কিভাবে রোনাল্ডোর সমস্যাকে আলাদা করতে হত এবং এর প্রভাব কারোর উপর পড়েনি।"