আবারও বিতর্কে নেইমার জুনিয়র, নিজের সতীর্থকেই মারলেন কষিয়ে চড়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: বিশ্বকাপের পর তৃতীয় হারের মুখ দেখল প্যারিস সাঁ জাঁ। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পেহীন পিএসজি বিপক্ষ মোনাকোর কাছে ৩-১ গোলে হারতেই, দলের ড্রেসিংরুম থেকে একের পর এক নেতিবাচক খবর সামনে আসছে। সেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন নেইমার জুনিয়র। মাঠে পারফর্ম করতে পারছেন না ব্রাজিলের পোস্টার বয়।
ক্লাবের অন্দরমহলের খবর, মেজাজ হারিয়ে নিজের সতীর্থের গালেই কষিয়ে দিচ্ছেন চড়। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টরের সঙ্গে জড়িয়ে যাচ্ছেন তর্কে। ফলে নেইমারকে নিয়ে পিএসজি-র অন্দরমহলে ক্ষোভ বেড়েই চলেছে। শুধু তাই নয়। নেইমার ম্যাচের মধ্যেই পর্তুগিজ সতীর্থ ভিতিনিয়া ও ফরোয়ার্ড হুগো একিতিকের খেলা নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন।
কারণ, ভিতিনিয়া ও একিতিকে নাকি তাঁকে পাস বাড়াচ্ছিলেন না। সেইজন্য ড্রেসিংরুমে ফিরে দু'জনের গালে চড়ও মেরেছেন নেইমার। তাঁর বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। এমনিতেই পরের ম্যাচে খেলবেন না এমবাপ্পে, হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে নেই লিও মেসি। এমন পরিস্থিতিতে দলের ড্রেসিংরুমে এমন পরিস্থিতিতে চিন্তায় প্যারিস কোচ।