নতুন রূপে ফিরছে ইউরোপীয় সুপার লিগ! চ্যাম্পিয়ন্স লিগ কর্তাদের মাথায় হাত

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আরও একবার গভীর সংকটে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। খবর অনুযায়ী, নতুন রূপে ফিরে আসতে চলেছে ইউরোপীয় সুপার লিগ। ২০২১ সালের এপ্রিল মাসে ইউরোপীয় ফুটবলের ১২ টি বড় ক্লাব, ইউরোপে নতুন একটি লিগ চালু করার প্রস্তাব নিয়ে হাজির হয়। আর্সেনাল, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহ্যাম, এসি মিলান, ইন্টার মিলান, জুভেন্টাস, অ্যাটলেটিকো মাদ্রিদ, বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ এই ১২ টি প্রতিষ্ঠাতা সদস্য ক্লাব এই টুর্নামেন্টে পাকাপাকি ভাবে অংশগ্রহণ করবে বলে শোনা গিয়েছিল।
কিন্তু এই টুর্নামেন্ট শুরু হলে ছোট ফুটবল ক্লাবগুলির ক্ষতি হয়ে যাবে এমন আশঙ্কা করে ইউরোপ জুড়ে ফুটবল ভক্তদের বিক্ষোভ শুরু হয়। এবং ঝামেলা ও সমালোচনার পর এই লিগ শুরুর আগেই থমকে যায়। তবে আবারও ইউরোপে চ্যাম্পিয়ন্স লিগের জায়গা ছিনিয়ে নিতে আসছে সুপার লিগ।
বৃহস্পতিবার ইউরোপীয় সুপার লিগের কর্তারা জানিয়ে দেন যে তারা সুপার লিগের একটি নতুন সংস্করণ আনতে চলেছে। নতুন সংস্করণে লিগটি বেশ কিছু ডিভিশনের সাথে শুরু হবে, যেখানে স্থায়ী সদস্য কোনো দল থাকবেনা। এবং প্রতি মরশুমে ৬০ থেকে ৮০ টি দল খেলবে যাদের কমপক্ষে ১৪ টি করে ম্যাচ খেলতে হবে।
উয়েফার সাথে রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাসদের এই লড়াই দ্বিতীয় বার শুরু হওয়ায় অনেকেই মনে করছেন ইএসএল অর্থাৎ ইউরোপীয় সুপার লিগ এবার আর আটকাতে পারবেনা উয়েফা।
সুপার লিগের ফিরে আসার কথা ফুটবল মহলে ছড়িয়ে পরতেই আবারও শুরু হয়ে গেছে সমালোচনা। লা লিগার সভাপই জেভিয়ার তেবাস টুইট করে জানান, "সুপার লিগ হল নেকড়ে, যারা ইউরোপীয় ফুটবলকে বোকা বানানোর চেষ্টা করছে। চারটি ডিভিশনের লিগ? অবশ্যই প্রথম ডিভিশনে প্রতিষ্ঠাতা সদস্যরাই খেলবে। ক্লাবগুলির পরিচালনায় কারা থাকবে? অবশ্যই বড় ক্লাব গুলির থেকেই থাকবে।"