মেসি নয়, সমস্যা তৈরি করেন রোনাল্ডো! চাঞ্চল্যকর বয়ান টমাস মুলারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বুধবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো পর্বে প্যারিস সেইন্ট-জার্মেইনকে হারিয়ে দেয় বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে দ্বিতীয় লেগে ২-০ ফলে হারিয়ে পিএসজিকে ছিটকে দেয় বায়ার্ন।
আর এই হারের পরে বেশ চাঞ্চল্যকর বয়ান দিলেন বায়ার্নের অভিজ্ঞ ফুটবলার টমাস মুলার। তিনি মনে করেন, ক্লাবস্তরে মেসির থেকে রোনাল্ডো অনেক বেশি সমস্যা তৈরি করেন।
এই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ম্যাচের পর মুলার বলেছেন, "মেসির বিরুদ্ধে, ফলাফলের দিক থেকে সব কিছুতে আমাদের ভালো যায়। তবে ক্লাব স্তরে, ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমস্যা তৈরি করতেন যখন তিনি রিয়াল মাদ্রিদে ছিলেন।"
বায়ার্নের বিরুদ্ধে মেসি নিজের প্রথম সাক্ষাতে সাফল্য পেয়েছিলেন, ২০০৯ সালে বায়ার্নকে ৪-০ ফলে হারিয়েছিল মেসির বার্সিলোনা। কিন্তু তারপর বায়ার্নের বিরুদ্ধে বেশ সমস্যায় পড়েছে মেসির দল। কয়েক বছর আগে চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে ২-৮ ফলের লজ্জার হারে বার্সিলোনার সদস্য ছিলেন মেসি।
তবে মেসির প্রশংসা করতে ভোলেননি মুলার। তিনি বলেছেন, "তবে আমার প্রচুর সম্মান রয়েছে মেসির বিশ্বকাপের পারফর্মেন্স নিয়ে। বিশ্বকাপে মেসির ব্যক্তিগত পারফর্মেন্স অসাধারণ ছিল। উনি গোটা দলকে বয়ে নিয়ে গিয়েছিলেন। পিএসজির মত দলের হয়ে খেলা সহজ নয়। দলে ভারসাম্য আনাটা খুব কঠিন হয়ে পড়ে।"