গ্রেডেশন পদ্ধতিতে বোনাস পেলেন মোহনবাগান ফুটবলাররা। শিল্টনের জন্যে আলাদা পরিকল্পনা নেই

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: আই লিগ জেতার জন্যে ফুটবলারদের অভিনব গ্রেডেশন পদ্ধতিতে বোনাস দিল মোহনবাগান।
এই গ্রেডেশন ধরা হয়েছে ম্যাচে ফুটবলারদের প্লেইং টাইমের উপর। এরকম ভাবে A,B,C এবং D এই চার ভাগে ভাগ করা হয়েছে। স্বাভাবিক ভাবে যাঁরা বেশি সময় মাঠে ছিলেন অর্থাৎ বেইতিয়া, শেখ সাহিল রা বোনাসের অর্থমূল্য বেশি পেলেন।
সদ্য বিদায়ী, ১৪ বছর বাগানে খেলা শিল্টন পালের ক্ষেত্রে একটু অন্য উপায় রেখেছেন কর্তারা। শিল্টন কোনো ম্যাচ না খেললেও, দীর্ঘদিনের ফুটবলার হিসেবে সম্মানার্থে প্রায় A গ্রেডের কাছেই বোনাস পেলেন ক্লাবের পক্ষ থেকে। বিদায়ী ম্যাচ বা অন্যকিছুর পরিকল্পনা নেই ক্লাব কতৃপক্ষের।