নুরিদ্দিনকে ছেড়ে দিল মহামেডান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি আইলিগে একেবারে হতশ্রী অবস্থা মহামেডানের। আর এই পরিস্থিতিতে দলে পরিবর্তন আবশ্যিক। ইতিমধ্যেই নতুন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন কিবু ভিকুনা। এবার তারকা মিডফিল্ডার নুরিদ্দিন দাভ্রোনভকে ছেড়ে দিল মহামেডান।
সোমবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় এই ঘোষণা করেছে মহামেডান। চলতি মরশুমে সেভাবে দাগ কাটতে পারেননি নুরুদ্দিন। চলতি আইলিগে আট ম্যাচে মাত্র একটিই অ্যাসিস্ট রয়েছে নুরিদ্দিনের।
এদিকে নিকোলা স্টোজানোভিচের আগমণের ফলে তাজিক এই মিডফিল্ডারের বিদায় একপ্রকার নিশ্চিত ছিল। তবে নুরিদ্দিনের পরিবর্তে কাকে আনবে মহামেডান, সেটিই এখন দেখার।