ইনভেস্টর পেয়ে গেল মহামেডান স্পোর্টিং। কবে সরকারি ঘোষণা? জানতে পড়ুন...

সব্যসাচী বাগচী : বড়সড় চমক দিল মহামেডান স্পোর্টিং। দুই প্রধান মোহনবাগান ও ইস্টবেঙ্গলের পর এবার সাদা-কালো ক্লাবও ইনভেস্টর পেয়ে গেল। ক্লাব সূত্র মারফত জানা গিয়েছে যে ইউনাইটেড কিংডমে অবস্থিত একটি স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি এবার সাদা-কালো শিবিরের সঙ্গে জুড়তে চলেছে। নতুন বোর্ডে মহামেডান স্পোর্টিংয়ের কতজন কর্তা থাকবেন সেটা জানা না গেলেও শোনা যাচ্ছে ক্লাবের কাছে ৫১% শেয়ার থাকছে। বাকি ৪৯% শেয়ার থাকবে ইনভেস্টরের কাছে। যা অবশ্যই বড় চমক। কারণ, দুই প্রধান ইস্টবেঙ্গল ও মোহনবাগানের বিনিয়োগকারীদের কাছে এই মুহূর্তে বেশি শেয়ার আছে। আগামী ২০ কিংবা ২১ সেপ্টেম্বর যৌথ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে সরকারি ঘোষণার সম্ভাবনা রয়েছে।
এই স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির একটা অফিস আবার দিল্লীতেও রয়েছে। সেই অফিসের মাধ্যমে সাদা-কালো কর্তারা যাবতীয় আলোচনা করছেন। চলতি মরসুমে দল গঠন থেকে শুরু করে ক্লাব পরিচলনা এবং ভবিষ্যতে যাতে দল আইএসএল খেলতে পারে সেইজন্য অর্থ বিনিয়োগ করবে এই কোম্পানি। মূলত ক্লাবকে পেশাদারি মোড়কে এনে কর্পোরেট আদলে পরিচলনা করার জন্যই এমন পদক্ষেপ নিলেন সচিব ওয়াসিম আক্রম-ফুটবল সচিব দীপেন্দু বিশ্বাস। ইতিমধ্যে ড্রাফট পেপার তৈরি হয়ে গিয়েছে। এবার নতুনভাবে পথ চলার জন্য সরকারি ঘোষণার শুধু সময়ের অপেক্ষা।
এদিকে ভালমানের হোটেল না পাওয়ার জন্য কল্যাণী থেকে দ্বিতীয় ডিভিশন আই লিগ সরে গেল। পাঁচ দলের এই প্রতিযোগিতা এবার যুবভারতী ক্রীড়াঙ্গনে আয়োজিত হবে। এবং কোভিড পরিস্থিতির মধ্যে সুষ্ঠভাবে এই প্রতিযোগিতা আয়োজিত করার জন্য পাঁচ দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের স্টেডিয়াম চত্বরে থাকা যুব আবাসে রাখার পরিকল্পনা নিয়েছে ফেডারেশন। যাতে বায়ো বাবল প্রোটোকল পালন করা যায়। শোনা যাচ্ছে আগামী ৮ অক্টোবর শুরু হবে এই প্রতিযোগিতা। সেক্ষেত্রে সব দলকে ২৫ সেপ্টেম্বরের মধ্যে চলে আসতে হবে।