সাদা-কালো ব্রিগেডে কিবুর প্রথম জয়

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ মাঝ মরশুমে সাদা-কালো ব্রিগেডের দায়িত্ব নেওয়ার পর প্রথম জয়ের স্বাদ পেলেন কোচ কিবু ভিকুনা। মুম্বাইয়ের কুপারেজ স্টেডিয়ামে কেঁকড়ে ফুটবল ক্লাবকে ৩-০ গোলে পরাজিত করে তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরছে মহামেডান স্পোর্টিং ক্লাব।
ম্যাচের প্রথমার্ধের ৩৪ মিনিটের মাথায় দলের নতুন বিদেশি মির্লান মুর্জায়েভের বক্সের বাইরে দিয়ে শট জড়িয়ে যায় কেঁকড়ের জালে। এরপর দুই দল বেশ কিছু আক্রমণ তৈরী করলেও প্রথমার্ধের শেষে খেলার ফলাফল ১-০ ই থাকে।
দ্বিতীয়ার্ধে গোলের ব্যবধান বাড়ায় মহামেডান। ৫০ মিনিটে ম্যাচের সেরা খ্রিস্টি ডেভিসের দুর্দান্ত গোলে মহামেডান এগিয়ে যায় ২-০ গোলে। এরপর দলের ব্যবধান বাড়ান দলের তারকা বিদেশি মার্কাস জোসেফ৷ অভিষেক আম্বেকারের ক্রসে মাটি ঘেষা শটে কিবুর দল এগিয়ে যায় ৩ গোলে। এরপর সাদা-কালো ব্রিগেড গোলপার্থক্য আরও বাড়ানোর সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হন মহামেডান দলের আক্রমণাত্মক খেলোয়াড়রা। ম্যাচের ৭৪ মিনিটে পেনাল্টি মিস করেন জোসেফ।
১২ ম্যাচ পর মহামেডান দল বর্তমানে ১৬ পয়েন্ট নিয়ে লিগের নবন স্থানে রয়েছে।