শেষ মুহূর্তে গোল হজম, ১ পয়েন্ট নিয়ে ফিরছে কিবুর মহামেডান

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ একদিকে মোহনবাগানকে শেষ আইলিগ জেতানো কোচ আরেকদিকে মোহনবাগানকে শেষ আইলিগ জেতানোর প্রধান ফুটবলার। শুক্রবার আইলিগে রাজস্থান বনাম মহামেডান ম্যাচটি ছিল কিছুটা এমনই। খেলা দেখলে উত্তেজনা বাড়বে মহামেডান সমর্থকদের পাশাপাশি মোহনবাহান সমর্থকদেরও।
খেলার ফলাফলও নির্ধারিত হল এই দুই প্রাক্তন মোহনবাগানীর দ্বারাই। ম্যাচের ৩০ মিনিটে রাজস্থান পেনাল্টি আদায় করলে সেই পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন জোসেবা বেইতিয়া, যিনি সবুজ মেরুণ ব্রিগেডের একসময়ের নায়ক। এরপর প্রাক্তন বাগান কোচ কিবু খেলা ধরে নিলে ম্যাচ প্রায় মহামেডানের মুঠোয় চলে আসে। ৮১ মিনিটে শেখ সাহিলের পাস থেকে গোল করে যান মহামেডানের বিদেশি স্ট্রাইকার মার্কাস জোসেফ। প্রসঙ্গত সাহিলও ছিলেন কিবুর আবিষ্কার। শেষ দশ মিনিট রক্ষণ সামলাতে পারলেই চলে আসতো কাঙ্ক্ষিত জয়। কিন্তু মহামেডান কোচ হিসাবে প্রথম আইলিগ ম্যাচে ৩ পয়েন্ট পাওয়া থেকে বিরত রাখলেন সেই বেইতিয়া।
আবারও পেনাল্টি পায় রাজস্থান ফুটবল ক্লাব। বক্সের ভিতর হাতে বল লাগে মহামেডান ডিফেন্ডারের। এবার আর ভুল করেননি বেইতিয়া। গোলরক্ষক শঙ্কর রয়কে পরাস্ত করে এবার গোলে বল জড়িয়ে দেন বেইতিয়া। ৮৮ মিনিটে তার এই গোলে ১-১ ফলে ম্যাচ শেষ হয়।
১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট মহামেডান স্পোর্টিং ক্লাবের। কিবু ভিকুনার হাত ধরে সুদিন ফিরবে কি না? সেই উত্তরের অপেক্ষাতেই এখন দিন গুনছেন সাদা-কালো ব্রিগেড।