কোচ বদলালেও ভাগ্য বদলায়নি মহামেডানের!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আইলিগ ২০২২-২৩ মরশুমের অর্ধেক পেরিয়ে গেলেও সমর্থকদের মুখে হাসি ফোটাতে ব্যর্থ সাদা-কালো ব্রিগেড। মাঝ মরশুমে কোচ বদলালেও দলের জয়ের রাস্তায় ফেরা এখনও হয়ে ওঠেনি।
শুক্রবার আইজল এফসির বিরুদ্ধে কিশোড় ভারতী স্টেডিয়ামে মার্কাস জোসেফ এবং এক্সট্রা টাইম আরও একটি হার থেকে বাঁচায় মহামেডান দলকে। ম্যাচের ৩২ মিনিটে হেনরি কিসেক্কার গোলে এগিয়ে যায় আইজল এফসি। সেই গোল কিবুর মহামেডান শোধ করে প্রথমার্ধের অতিরিক্ত সময়। ৪৫+৫ মিনিটে থাংমুয়ানসাং এর পাস থেকে গোল করেন মার্কাস জোসেফ।
দ্বিতীয়ার্ধে কিসেক্কা আইজলকে আরও একবার এগিয়ে দেয়। এবারও মহামেডান সমতায় ফেরে অতিরিক্ত সময়। দ্বিতীয়ার্ধের ৪৫ মিনিট হয়ে যাওয়ার পর ১২ মিনিট অতিরিক্ত সময় জোসেফ গোল করে দলের জন্য মূল্যবান ১ পয়েন্ট নিয়ে আসেন।
মোহনবাগানকে আইলিগ জেতানো কিবু ভিকুনা মহামেডানে আসার পর সমর্থকেরা নতুন করে স্বপ্ন দেখা শুরু করেছিলেন। কিবু আসায় মাঝমাঠে বল ধরে পাসিং ফুটবল খেলা শুরু হলেও রক্ষণভাগে বল এলেই খেলা থেকে হারিয়ে যাচ্ছে মহামেডান। এই সমস্যার দ্রুত সমাধান বের করতে না পারলে লিগ শেষে মহামেডানের অবস্থান খুব একটা সুখকর হবেনা।