আমেরিকায় খেলতে আসলে মেসি ও তার পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেবে MLS

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের ফুটবল লিগ মেজর লিগ সকার (MLS) মরিয়া লিওনেল মেসিকে তাদের লিগে খেলানোর জন্য। আর এর জন্য নিজেদের আর্থিক অবস্থার সর্বোচ্চ সীমায় যেতে রাজি তারা।
লিগের কমিশনার ডন গার্বার জানিয়েছেন, মেসি যদি এমএলএস খেলেন, তাহলে তার ও তার পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেবে লিগ। এই নিয়ে গার্বার এক সাক্ষাতকারে বলেছেন, "যদি এমনটা হয়, তাহলে তা এমএলএসের জন্য অত্যন্ত ভালো হবে। অনেক ভালো হবে মেসি ও তার পরিবারের জন্যও। আর আমরা সমস্ত সুযোগ কাজে লাগাতে চাই।"
"আমি বিস্তারিত কিছু দিতে পারব না কারণ ওনারা এখন আমাদের সাথে নেই। আমরা এমন একটি ডিল করব যা মেসির পরিবারের ভরণপোষণের দায়িত্ব নেবে, যেমনটা মেসি ও তার পরিবারের সদস্যরা চান।"
চলতি মরশুমের শেষে প্যারিস সেইন্ট জার্মেইনের সাথে চুক্তি শেষ হচ্ছে লিওনেল মেসির। একাধিক গুঞ্জনের সাথে এমনটাও শোনা যাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যেতে পারেন মেসি।