রেস্তোরাঁর সামনে মেসিকে দেখতে পেয়ে হুড়োহুড়ি সমর্থকদের!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আপনার সামনে যদি লিওনেল মেসির মত সুপারস্টার আসেন, তাহলে আবেগকে কোনওভাবেই নিয়ন্ত্রণ করতে পারবেন না, এটা তো নিশ্চিত! আর ঠিক এমনটাই ঘটল মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়, যেখানে একটি রেস্তোরাঁয় মেসিকে দেখতে পেয়ে হুড়োহুড়ি লাগিয়ে দিল স্থানীয় মানুষ।
ফ্লোরিডার মায়ামির স্থানীয় মানুষরা জানতে পেরেছিল, শহরের ক্যাফে রাগাজ্জি নামে এক ইতালীয় ক্যাফেতে আসবেন লিওনেল মেসি। আর সেই কারণে ভিড় বাড়ে ক্যাফের সামনে। এদিকে সত্যিই মেসি সপরিবারে এসেছিলেন ক্যাফেতে খেতে।
যখন খাওয়াদাওয়া শেষ করে মেসি ক্যাফে থেকে বেরোচ্ছেন, তখন তার ছোঁয়া পেতে, তার ছবি তুলতে হুড়োহুড়ি লাগিয়ে দেন স্থানীয় মানুষ। সেই ভিড় ঠেলে বেরিয়ে আসা কঠিন হয়ে পড়েছিল লিও সহ স্ত্রী আন্তোনেলা ও তিন ছেলের।
ক্যাফের বাইরে মানুষ স্লোগান দিচ্ছিলেন, 'লেটস গো চ্যাম্পিয়ন'। বলা বাহুল্য, মায়ামিতে প্রায় চার হাজার আর্জেন্টিনীয় মানুষ বসবাস করেন।
সদ্য রবিবার লিগ ওয়ানে রেনেসের বিরুদ্ধে পরাজিত হয় পিএসজি। আর সেই ম্যাচের পর পার্ক ডে প্রান্সে মেসির উদ্দেশ্যে নেতিবাচক স্লোগান দেয় পিএসজি সমর্থকরা। কিন্তু মায়ামিতে মানুষের এই ভালোবাসা পেয়ে নিঃসন্দেহে আপ্লুত হবেন লিও।