বিশ্বজয়ী আর্জেন্টিনা সতীর্থদের উদ্দেশ্যে এই মহামূল্যবান উপহার লিওনেল মেসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : নিজের অসাধারণত্বের আরও একবার পরিচয় দিলেন লিওনেল মেসি। যাদের জন্য বিশ্বজয়ের স্বপ্নপূরণ করলেন মেসি, সেই আর্জেন্টিনা দলের ফুটবলার ও সাপোর্ট স্টাফদের জন্য মহামূল্যবান উপহার দিলেন মেসি।
প্রায় দুই লক্ষ দশ হাজার ডলার খরচ করে ৩৫টি সোনায় মোড়া আইফোন ১৪এস কিনেছেন মেসি, আর সেই ফোনগুলি বিলিয়েছেন সতীর্থদের কাছে। প্রতিটি ফোনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের লোগোর সাথে তিন তারা খোদাই করা রয়েছে। আর তাতে লেখা, 'ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন্স ২০২২'।
পাশাপাশি, এই ফোনগুলিতে প্রতিটি খেলোয়াড়ের জার্সি নাম ও নাম্বার রয়েছে। এই ডিজাইনটি তৈরি করেছেন আইডিজাইন গোল্ড। এই সংস্থার সিইও বেন লায়ন্স জানিয়েছেন, পুরো ২৪ ক্যারট সোনা দিয়ে এই আইফোনগুলি তৈরি করা হয়েছে।