আমরা তোমার অপেক্ষা করছি! বন্দুকের গুলিতে মেসিকে হুমকি দুষ্কৃতীদের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আর্জেন্টিনার স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে বড়সড় হুমকি পেলেন লিওনেল মেসি ও তার পরিবার।
আর্জেন্টিনার সান্টা ফে প্রদেশে মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোর পরিবারের একটি সুপারমার্কেটের উদ্দেশ্যে বাইকে আসা দুই দুষ্কৃতী গুলি চালান। এমনটাই জানিয়েছেন শহরের স্থানীয় মেয়র ও পুলিশ।
পাশাপাশি, সেই দোকানের দরজার সামনে একটি হাতে লেখা চিঠি উদ্ধার হয়। সেখানে মেসিকে হুমকি দিয়ে লেখা থাকে, "মেসি, আমরা তোমার জন্য অপেক্ষা করছি। (পাবলো) জাভকিন (শহরের মেয়র) একজন দুষ্কৃতী। উনি তোমার খেয়াল রাখবেন না।"
টেলিভিশনের পর্দায় দেখা ছবিতে পাওয়া গিয়েছে, রোকুজ্জোদের সুপারমার্কেটের সামনের ফুটপাথে বুলেট গেঁথে রয়েছে। মোট ১৪টি গুলি মারা হয়েছে, যার কারণে বৃহস্পতিবার সুপারমার্কেটটি বন্ধ রাখা হয়।
এদিকে এই ঘটনায় মেয়র পাবলো জাভকিন দুষেছেন শহরের সুরক্ষা ব্যবস্থাকে। তিনি বলেছেন, "আমি ওনাদের (রোকুজ্জো পরিবার) সাথে কথা বলেছি। ওনারা খুবই চিন্তিত।"