নিশ্চিত পেনাল্টি না পাওয়া নিয়ে ক্ষুব্ধ ম্যানচেস্টার ইউনাইটেড ও বার্সিলোনার হেডস্যার

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বৃহস্পতিবার ইউরোপা লিগের শেষ ৩২ পর্বে ক্যাম্প ন্যুতে নিজেদের ঘরের মাঠে ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ২-২ ফলে ড্র করেছে এফসি বার্সিলোনা।
তবে এই ম্যাচে রেফারি ও ভিএআরের একাধিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা উঠেছে। এবং বড় আলোচনা উঠেছে দুটি সিদ্ধান্ত নিয়ে, যেখানে বার্সিলোনা ও ইউনাইটেড দুই দলই নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত হয়।
প্রথমে আসা যাক রেড ডেভিলসদের নিয়ে। যখন ইউনাইটেড ২-১ ফলে এগিয়ে ছিল, আর সেই সময়ে বক্সের ধারে মার্কাস র্যাশফোর্ডকে কড়া ফাউল করেন জুলস কোউন্ডে। কিন্তু ইউনাইটেডের একাধিক পেনাল্টির দাবি সত্ত্বেও রেফারি ও ভিএআর তা দেয়নি।
আর এই নিয়ে ম্যাচের পর ক্ষোভপ্রকাশ করলেন ম্যানচেস্টার ইউনাইটেড হেড কোচ এরিক টেন হাগ। তিনি মনে করছেন, ক্যাম্প ন্যুয়ের পরিবেশ ও চাপে প্রভাবিত হয়েছেন রেফারি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে টেন হাগ বলেছেন, "২-১ ফলাফল ছিল, মার্কাস র্যাশফোর্ডের উপর পরিষ্কার ফাউল আর পেনাল্টি ছিল। বক্সের বাইরে হোক বা ভেতরে, নিঃসন্দেহে এটি লাল কার্ড।"
"আমি রেফারিকে জিজ্ঞেস করি, কেন? উনি জানান যে এটি বক্সের বাইরে এবং কোনও ফাউল হয়নি। রেফারি ও লাইন্সম্যান খুব ভালো জায়গায় ছিলেন, আর যদি তা নাও হত, তাহলে ভিএআর ছিলই। এটি একেবারেই ভালো হয়নি। খুবই খারাপ সিদ্ধান্ত।"
শেষে টেন হাগ বলেছেন, "হয়ত ওরা বার্সিলোনার তৈরি করা চাপে প্রভাবিত হয়েছেন। কিন্তু সর্বোচ্চ পর্যায়ে এমনটা হওয়া উচিত নয়।"
এদিকে ইউনাইটেডের বক্সে ফ্রেডের পরিষ্কার হ্যান্ডবল দেননি রেফারি, যা নিয়ে ক্ষুব্ধ বার্সিলোনা হেড কোচ জাভি হার্নান্ডেজ। তিনি বলেছেন, "ক্যাথিড্রালের সাইজের পেনাল্টি এটা, আপনার সাথে হলে কেমন লাগত? আমি জানি না হ্যান্ডবলে পেনাল্টি দেওয়ার জন্য ওদের আর কি করাতে হবে। ওরা এটি দেখল, আর তারপর না বলল। এটি আমার কাছে অবিশ্বাস্য লাগল, অবিশ্বাস্য।"
আগামী সপ্তাহে বার্সিলোনা ওল্ড ট্র্যাফোর্ডে যাবে এই ম্যাচের দ্বিতীয় লেগ খেলতে। যেহেতু অ্যাওয়ে গোলের নিয়ম উঠে গিয়েছে, ফলে দুই দলই সমান সুবিধা নিয়েই নামবে এই ম্যাচে।