ব্রেকিং নিউজঃ ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে আর্থিক নিয়ম লঙ্ঘনের বড় অভিযোগ প্রিমিয়ার লিগ কমিটির!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম বড় দল ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে সম্প্রতি বড় সড় অভিযোগ জানিয়েছে প্রিমিয়ার লিগ কমিটি। ২০০৯-১০ মরশুম থেকে ২০১৭-১৮ মরশুমের মধ্যে একাধিক আর্থিক নিয়ম লঙ্ঘন করেছে ম্যানচেস্টার সিটি। ৯ বছরের দীর্ঘ আর্থিক নিয়ম ভঙ্গের অভিযোগ তাদের বিরুদ্ধে।
খবর অনুযায়ী, ম্যানচেস্টার সিটির তরফে যথাযথ আর্থিক তথ্য প্রিমিয়ার লিগকে পাঠানো হয়নি। স্পনসরের আয় সহ দলের মোট আয়, দলের সাথে যুক্ত অন্যান্য বিভাগ এবং দল চালানোর খরচ এই সব বিষয়গুলির সঠিক তথ্য প্রদান করেনি ম্যানচেস্টার সিটির কর্মকর্তারা।
বিস্তারিত খোঁজ নিয়ে জানা যায় যে, ২০০৯-১০ থেকে ২০১২-১৩ মরশুম পর্যন্ত ম্যানচেস্টার সিটির কোচের বেতন সম্পর্কিত সমস্ত সঠিক তথ্য ক্লাবের তরফে দেওয়া হয়নি। এই সময় ম্যানচেস্টার সিটির কোচ ছিলেন রবার্তো মানচিনি। এছাড়াও ২০১০-১১ থেকে ২০১৫-১৬ মরশুম পর্যন্ত খেলোয়াড়দের বেতনের বিষয়ও ম্যানচেস্টারের এই ক্লাব আর্থিক নিয়ম লঙ্ঘন করেছে।
এছাড়াও প্রিমিয়ার লিগের তরফে জানানো হয়েছে যে, ২০১৩-১৪ থেকে ২০১৭-১৮ পর্যন্ত উয়েফার 'ফাইন্যানসিয়াল ফেয়ার প্লে' বা এফএফপি এর নিয়মও লঙ্ঘন করেছে ম্যানচেস্টার সিটি।
এর আগে এফএফপির নিয়ম লঙ্ঘনের দোষে ম্যানচেস্টার সিটিকে ২০২০ সালে দুই বছরের জন্য ব্যান করা হয়েছিল। যদিও সেই ব্যান সিএএস তুলে নেয়।
গত মরশুমে ম্যানচেস্টার সিটি ষষ্ঠ বারের মতো প্রিমিয়ার লিগ জয়ী হয়। এই মরশুমে তারা আর্সেনালের থেকে ৫ পয়েন্টে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ যদি সত্যি প্রমাণিত হয় তাহলে কী শাস্তি পাবে ম্যানচেস্টার সিটি? সেই দিকেই তাকিয়ে এখন গোটা বিশ্ব।