ম্যানচেস্টার সিটির পর এবার বড় শাস্তির মুখে ম্যানচেস্টার ইউনাইটেড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ সম্প্রতি ১০০-এরও বেশি আর্থিক নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে। প্রায় ৯ বছর ধরে আর্থিক দুর্নিতীর সাথে জড়িত এই ক্লাব বলে জানা গেছে। এতো বড় অপরাধের শাস্তি কী হবে? তা এখনও জানা যায়নি। তবে ম্যানচেস্টারের আরেক বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডও পেতে চলেছে শাস্তি।
খবর অনুযায়ী, ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন ম্যানচেস্টার ইউনাইটেড এবং ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে অভিযোগ এনেছে। গত সপ্তাহে ইপিএলে এই দুই ক্লাব একে অপরের মুখোমুখি হয়। এবং সেই ম্যাচেই দুই দলের বেশ কিছু ফুটবলার একে অপরের সাথে সংঘর্ষে জড়িয়ে পরে।
ঘটনার সূত্রপাত ম্যাচের ৬৭ মিনিটে যখন অ্যান্টনিকে বাজে ট্যাকেল করে ক্রিস্টাল প্যালেসের ফুটবলার। সেই সময় দুই দলের সংঘর্ষের মধ্যেই ইউনাইটেডের ক্যাসেমিরো প্যালেসের উইল হাগের গলা টিপে ধরেন এবং রেফারি তাঁকে সরাসরি লাল কার্ড দেখান।
বৃহস্পতিবার ফুটবল অ্যাসোসিয়েশন একটি বিবৃতি দিয়ে জানায়, " দুই ক্লাবই নিজেদের খেলোয়াড়দের উস্কানিমূলক আচরণের থেকে আটকাতে পারে নি।" এই বিবৃতিতে আরও জানানো হয় যে, "এছাড়াও ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তাদের খেলোয়াড়দের উগ্র ব্যবহারের থেকে আটকাতে পারে নি।"
ফেব্রুয়ারির ১৩ তারিখের মধ্যে প্রিমিয়ার লিগের এই দুই ক্লাবকে এই সমস্ত অভিযোগের যথযথ উত্তর দিতে হবে। নাহলে চরম শাস্তির মুখে পরবে রেড ডেভিলসরা।