সুয়ারেজের উস্কানিতে ব্রাজিলে বিরাট ঝামেলা! রেফারিদের প্রাণ বাঁচালেন সেনারা

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ বয়স ৩৬ পেরিয়ে গেছে! কিন্তু নাম যদি লুইস সুয়ারেজ হয়, তাহলে তাঁকে বিতর্ক থেকে দুরে রাখবেন কী করে? নিজের দীর্ঘ ফুটবল কেরিয়ারে একাধিক বার জড়িয়েছেন বিতর্কে। কখনও বিপক্ষের ডিফেন্ডারকে কামড়ে, কখনও গোলকিপারের মতো হাত দিয়ে নিশ্চিত গোল বাঁচিয়ে আবার কখনও ডাইভ দিয়ে পেনাল্টি আদায় করে। সুয়ারেজ মানেই বিনোদন।
সদ্য ব্রাজিলের গ্রেমিও ফুটবল ক্লাবে যোগ দিয়েছেন উরুগুয়ের এই মহাতারকা। এবং এসেই ব্রাজিলিয়েরো সিরি আ লিগে নিজের প্রতিভা ফুটিয়ে তুলেছেন বেশ কয়েকবার। তবে এবার তিনি শিরোনামে ঝামেলা করে।
ঘটনার সূত্রপাত হয় যখন আভেনিডার বিরুদ্ধে সুয়ারেজ একটি ফ্রি-কিক পেয়ে দ্রুত খেলা শুরু করে দেন এবং সেখান থেকে গোল করে যান তাঁর সতীর্থ ফ্র্যাঙ্কো ক্রিশটাল্ডো। এর পরেই শুরু হয় বড় সড় ঝামেলার। যা থামাতে মাঠে নামতে হয় ব্রাজিলের সৈন্যদের।
গোলের পরেই আভেনিডার খেলোয়াড়রা রেফারির এই সিদ্ধান্ত না মেনে নিতে পেরে রেফারির উপর চড়াও হয়, যাতে গোলটি বাতিল করা হয়। আভেনিডার অধিনায়ক মাইকেল এবং মিডফিল্ডার মার্কাওকে রেফারি লাল কার্ডও দেখান। কিন্তু তারপরেও তাঁরা ঝামেলা থামাননি ফলে মাঠে নামতে হয় স্থানীয় সৈনিকদের এবং রেফারিদের জন্য শিল্ড বানাতে হয়।
ম্যাচটি সুয়ারেজের গ্রেমিও ২-০ গোলে জেতে। কিন্তু সুয়ারেজের এমন উস্কানিমূলক কাজে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে চলে এলেন তিনি।