ফিফার বর্ষসেরা কোচের পুরষ্কারের জন্য মনোনীত এই তিন ব্যক্তিত্ব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : চলতি মরশুমে ফিফা বর্ষসেরা কোচের পুরষ্কারের জন্য মনোনীত হয়েছেন আর্জেন্টিনার হেড কোচ লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলোত্তি এবং ম্যানচেস্টার সিটির কোচ পেপ গুয়ারদিওলা।
সম্প্রতি ফিফা বিশ্বকাপ জিতেছে আর্জেন্টিনা, যার কোচ স্কালোনি। গত উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে সাফল্য এনে দিয়েছিলেন কার্লো আনসেলোত্তি। এদিকে ম্যান সিটিকে প্রিমিয়ার লিগ খেতাব জিতিয়েছেন পেপ গুয়ারদিওলা।
অনলাইনে এই তিন কোচকে মনোনীত করেছে একটি বিশেষ নির্বাচনী প্যানেল। যার মধ্যে রয়েছে জাতীয় দলের কোচ ও অধিনায়ক, নির্বাচিত কিছু মিডিয়া ও ভক্ত। এদের অনলাইন ভোটিংয়ে মনোনীত হয়েছেন এই তিন কোচ।
তবে এই মনোনয়নে জায়গা পাননি মরক্কোর হেড কোচ ওয়ালিদ রেগ্রাগুই, যিনি বিশ্বকাপে ইতিহাস তৈরি করে নিজের দেশকে সেমি ফাইনালে নিয়ে গিয়েছিলেন।
আগামী ২৭ ফেব্রুয়ারিতে আয়োজিত হতে চলা এই পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে বর্ষসেরার তকমা পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছেন স্কালোনি। কারণ ২০১৪ ও ২০১৮ সালে এই ফিফা বর্ষসেরা খেতাব পেয়েছিলেন দুই বিশ্বজয়ী কোচ জোয়াকিম লো ও দিদিয়ের দেশঁ।
২০১০ সালে ফিফার বর্ষসেরা কোচের পুরষ্কার আসার পর কোনও এশীয় বা আফ্রিকান দলের কোচ সেরা তিনের মনোনয়নে জায়গা পাননি। কেবল ইউরোপীয় ও দক্ষিণ আমেরিকান কোচরা প্রথম তিনে এসেছেন। যদিও এই মনোনয়নের ভোটিংয়ের দুই-তৃতীয়াংশ প্যানেল এই দুই মহাদেশের বাইরে।