আবার স্বপ্নভঙ্গ! বিশ্বকাপ জিতলেও এই ট্রফি জয়ের স্বপ্ন অধরাই থেকে গেল লিও মেসির

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ লিওনেল মেসি! নিজের ফুটবল কেরিয়ারে যে টুর্নামেন্টই খেলেছেন একটি বাদে প্রতিটি টুর্নামেন্টেই একবার হলেও জিতে নিয়েছেন ট্রফি। এর আগে তাঁর ট্রফি ক্যাবিনেটে অধরা ছিল ফুটবল বিশ্বকাপ। কাতার বিশ্বকাপে সেই স্বপ্নও সফল করে নিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে যে ট্রফিটি এখনও জেতা হয়নি মেসির, এই মরশুমেও সেই ট্রফি জেতা হল না এলএম১০ এর।
বার্সেলোনা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর মেসি জিতেছেন 'লিগ ওয়ান', কিন্তু 'ফ্রেঞ্চ কাপ' জেতা হয় নি তাঁর। বৃহস্পতিবার ফ্রেঞ্চকাপের রাউন্ড অফ ১৬-য় মুখোমুখি হয়েছিল পিএসজি এবং মার্সেই।
এমবাপ্পে হীন পিএসজি নেমেছিল মেসি-নেইমার-রামোসদের নিয়ে। অর্থাৎ প্রায় পূর্ণ শক্তির দল নিয়েই নামে প্যারিসের এই ক্লাব। তবে শেষ পর্যন্ত তুলনামূলক কম শক্তিশালী মার্সেইর কাছে ২-১ গোলে হেরে বিদায় নিতে হয় তাদের। ম্যাচের ৩১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে চিলির তারকা ফুটবলার অ্যালেক্সিস সাঞ্চেজ। প্রথমার্ধের শেষ দিকে দলকে সমতায় ফেরায় পিএসজি ডিফেন্ডার সার্জিও রামোস। তবে শেষ রক্ষা হয়নি। রুসলান মালিনোভস্কির ৫৭ মিনিটে করা গোলে ম্যাচ জিতে নেয় মার্সেই।
এর আগেও মেসির স্বপ্ন পূরণের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন অ্যালেক্সিস সাঞ্চেজ। কোপা আমেরিকার ফাইনালে তাঁর দেশ চিলি পরাজিত করেছিল মেসির আর্জেন্টিনাকে। দেশের ফুটবলের পর এবার ক্লাব ফুটবলেও একইভাবে কাঁটায় পরিণত হলেন সাঞ্চেজ।