এই ব্যক্তিত্বকে তাড়ালে তবেই বার্সিলোনায় ফিরবেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : লিওনেল মেসি কি আবারও ফিরবেন এফসি বার্সিলোনায়? প্যারিস সেইন্ট জার্মেইনের চুক্তিবৃদ্ধির প্রস্তাবে এখনও সাড়া দেননি লিও। আর এর জেরে জল্পনা বাড়ছে, যে ক্লাবে খেলে তার এই উত্তরণ, সেই বার্সিলোনায় কি আবারও ফিরবেন আর্জেন্টাইন বরপুত্র?
এই নিয়ে কিন্তু চাঞ্চল্যকর বার্তা দিলেন খোদ লিওনেল মেসির ভাই মাতিয়াস। এক সাক্ষাৎকারে মাতিয়াস বলেছেন, লিওনেল মেসি তখনই বার্সিলোনায় ফিরবেন যখন ক্লাবের বর্তমান সভাপতি জোয়ান লাপোর্তাকে অপসারিত করা হবে।
এই নিয়ে মাতিয়াস বলেছেন, "আমার কাছে একটি পেপার কাটিং রয়েছে, যেখানে লেখা ছিল 'মেসির বার্সিলোনায় ফিরে আসা উচিত।' আর আমি তার নীচে লিখি 'হাহাহা'। আমরা বার্সিলোনায় ফিরব না, আর যদিও ফিরি, আমরা সব কিছু দেখেশুনে ফিরব। যার মধ্যে হল, জোয়ান লাপোর্তাকে তাড়ানো। মেসি বার্সিলোনার জন্য যা করেছে তার প্রতি অকৃতজ্ঞতা দেখিয়েছেন লাপোর্তা।"
"বার্সিলোনার মানুষ ওনাকে সমর্থন করেন না। এই নিয়ে আন্দোলনে যাওয়া উচিত মানুষের। লাপোর্তাকে ছেড়ে দিয়ে মেসিকে আনা হোক। স্প্যানিশরা বেইমান। কারণ আমি চাই এটি আমাদের মধ্যে থেকে আসুক এবং যা সত্যি নয় সেগুলি যেন আমরা না শুনি।"
সব মিলিয়ে, বিস্ফোরক বক্তব্য রাখলেন খোদ লিওনেল মেসির ভাই।