আবারও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর এই রেকর্ড টপকালেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর গড়ে তোলা একের পর এক রেকর্ড ভেঙেই চলেছেন লিওনেল মেসি। সোমবার ফিফা দ্য বেস্ট অনুষ্ঠানের পর রোনাল্ডোর আরও এক রেকর্ড ভাঙলেন মেসি।
সোমবার ফিফা নিজেদের বর্ষসেরা ফিফপ্রো পুরুষ বিশ্ব একাদশ ঘোষণা করে। সেখানে জায়গা পান লিওনেল মেসি। আর এর জেরে রেকর্ড ১৬ বার বর্ষসেরা দলে সুযোগ পান মেসি, ভাঙলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ১৫ বার বর্ষসেরা দলে থাকার রেকর্ড।
এবারের বর্ষসেরা দলে জায়গা পাননি রোনাল্ডো। ২০০৬ সালের পর এই প্রথমবার ফিফা বর্ষসেরা দল থেকে বাদ পড়েন পর্তুগিজ মহাতারকা।
এক নজরে দেখে নিন এবারের ফিফা বর্ষসেরা দল -
গোলকিপার - থিবো কুর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম)
ডিফেন্ডার - আচরাফ হাকিমি (প্যারিস সেইন্ট জার্মেইন, মরক্কো), জোয়াও ক্যানসেলো (ম্যানচেস্টার সিটি / বায়ার্ন মিউনিখ, পর্তুগাল), ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল, নেদারল্যান্ডস)
মিডফিল্ডার - ক্যাসেমিরো (রিয়াল মাদ্রিদ / ম্যানচেস্টার ইউনাইটেড, ব্রাজিল), কেভিন ডি ব্রুইন (ম্যানচেস্টার সিটি, বেলজিয়াম), লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ, ক্রোয়েশিয়া)।
ফরোয়ার্ড - করিম বেঞ্জেমা (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), এরলিং হালান্ড (বরুসিয়া ডর্টমুন্ড / ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (প্যারিস সেইন্ট জার্মেইন, ফ্রান্স), লিওনেল মেসি (প্যারিস সেইন্ট জার্মেইন, আর্জেন্টিনা)