স্বপ্নের গোলে বিশ্বকে মোহিত করলেন লিওনেল মেসি, ছুঁলেন ৮০০ তম গোলের অনন্য নজির

এক্সট্রা টাইম ওয়েবডেস্ক: বিশ্বসেরা হওয়ার পর আর্জেন্টিনা ঘরের মাঠে নিজেদের বিশ্বকাপ জয় উদযাপন করল এক প্রীতি ম্যাচের মধ্যে দিয়ে। কাতারে চ্যাম্পিয়ন হওয়ার পর ঘরের মাঠে সমর্থকদের সামনে লিওনেল স্কালোনিদের ছিল এটি প্রথম ম্যাচ। ৮০,০০০ এরও বেশি সমর্থকদের উচ্ছাস ছিল দেখার মত। এই প্রীতি ম্যাচ ঘিরেই গোটা আর্জেন্টিনা জুড়ে ভর করল মেসি-ম্যানিয়া।
পানামাকে ২-০ গোলে উড়িয়ে দিল বিশ্ব চ্যাম্পিয়নরা। ফ্রিকিক থেকে সেই পুরোনো জাদু ছড়িয়ে গোল করলেন লিওনেল মেসি। স্বপ্নের গোলে বিশ্বকে মোহিত করলেন আরও একবার। নীল-সাদা ব্রিগেডের হয়ে ৭৯ মিনিটে থিয়াগো আলমাদা গোল করেন। মেসির শট পোস্টে লেগে ফিরে আসার পরে রিবাউন্ড থেকে আসে প্ৰথম গোল। তার ঠিক ১০ মিনিট পরেই মেসি-ম্যাজিক। নিখুঁত ফ্রিকিকে দলের ২-০ জয় নিশ্চিত করেন তিনি। আর সেই সঙ্গেই ছুঁলেন ৮০০ তম গোলের অনন্য নজির।
জাতীয় দলের হয়ে গোলের সেঞ্চুরি থেকে মাত্র ১ গোল দূরে মহাতারকা। এই নিয়ে দ্বিতীয় ফুটবলার হিসাবে কেরিয়ারে ৮০০ গোলের মালিক হয়ে গেলেন মেসি। মেসির আগে রয়েছেন একমাত্র ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। যাঁর বর্তমান গোলসংখ্যা বর্তমানে ৮৩০।