মারাদোনা-পেলের পাশে জায়গা করে নিলেন লিওনেল মেসি

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্ব ফুটবলের সর্বকালের সেরাদের মধ্যে জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি। এবার দুই কিংবদন্তী দিয়েগো মারাদোনা ও পেলের পাশে জায়গা করে নিলেন লিও।
সোমবার দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবল নিজেদের জাদুঘরে উন্মোচন করল লিওনেল মেসির মূর্তি। আর এই মূর্তিটি জায়গা পেয়েছে পেলে ও দিয়েগো মারাদোনার পাশেই।
মূর্তিটিতে লিওনেল মেসির সেই বিশ্বকাপ ধরার মুহুর্তটি তুলে ধরা হয়েছে। আর এই মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে হাজির ছিল গোটা আর্জেন্টিনা দল।
আর এই বিশেষ সম্মান পেয়ে গর্বিত লিও। তিনি বলেছেন, "আমি এটি পেয়ে সম্পূর্ণ হলাম, এটিই হয়ত এতদিন আমি পাইনি। ঈশ্বরকে ধন্যবাদ যে আমি ফুটবলে সব কিছু পেয়েছি।"
"কমমেবলকে ধন্যবাদ এমন সুন্দর একটি সম্মান জানানোর জন্য। আমরা খুব সুন্দর মুহুর্তের মধ্যে রয়েছি, আমরা ভাগ্যবান আর্জেন্টিনায় বিশ্বকাপ নিয়ে ফিরে আসতে।"