দেবের গোলন্দাজের মুখ্য ভূমিকায় রবার্ট লেওয়ানডস্কি!

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ২০২১ সালে ধ্রুব ব্যানার্জির পরিচালনায় নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারীর বায়োপিক হিসেবে মুক্তি পেয়েছিল গোলন্দাজ সিনেমা, যার মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন দেব। কিন্তু এবার সেই গোলন্দাজে এবার মুখ্য ভূমিকায় সুপারস্টার ফরোয়ার্ড রবার্ট লেওয়ানডস্কি!
এমনই চাঞ্চল্য তৈরি করেছে স্বয়ং স্প্যানিশ লা লিগার সোশ্যাল মিডিয়া পেজ। মঙ্গলবার নিজেদের সোশ্যাল মিডিয়ায় লা লিগা একেবারে গোলন্দাজ সিনেমার পোস্টারের আদলে একটি পোস্টার বানায়, যেখানে রবার্ট লেওয়ানডস্কির ছবির নীচে গোলন্দাজ লেখা থাকে।
আর এই পোস্টটি মুহুর্তের মধ্যে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিশেষ করে বাঙালিরা লা লিগার এই চমকপ্রদ পোস্টটি উপভোগ করেছে। নিঃসন্দেহে বিশ্বের অন্যতম সেরা ফুটবল লিগের এমন পোস্ট শোভা বাড়াবে বাংলার চলচ্চিত্র জগতকে।
চলতি লা লিগায় বার্সিলোনার হয়ে দুরন্ত পারফর্ম করেছেন লেওয়ানডস্কি। ২১ লা লিগা ম্যাচে ১৫টি গোল করেছেন পোলিশ এই ফরোয়ার্ড। যার জন্য চলতি লিগের সর্বোচ্চ গোলদাতা লেওয়ানডস্কি। লেওয়ানডস্কির এই দুরন্ত ফর্ম বার্সিলোনাকে লিগ শীর্ষে রাখতে অনেকটাই সাহায্য করেছে।
তবে এই ধরণের পোস্ট নতুন নয় লা লিগার। বাংলা সহ ভারতের চলচ্চিত্রকে ব্যবহার করে একাধিক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ছাড়ে ইউরোপীয় লিগ সহ ক্লাবগুলি। শুধু ভারত নয়, বাংলাদেশের জনতার কাছে পৌছতে বাংলা ভাষাতেও পোস্ট দেয় ইউরোপের লিগ-ক্লাবগুলি।