'বন্ধু' নেইমারকে নিয়ে সমালোচনা নিয়ে সরব হলেন কিলিয়ান এমবাপ্পে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বেশ কয়েক মাস ধরে খবর উঠেছিল, পিএসজির দুই সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে ও নেইমারের মধ্যে বনিবনা ভালো নেই।
সম্প্রতি চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখের কাছে হারের পর এমবাপ্পে বলেছিলেন যে কেউ কেউ ভালোমত খাচ্ছে আর ঘুমোচ্ছে। যা নিয়ে অনেকে মনে করেছেন, নেইমারের উদ্দেশ্যে এমনটা বলেছিলেন এমবাপ্পে। আর এই ম্যাচের কয়েক ঘন্টা পরে নেইমারকে একটি পোকার টুর্নামেন্টে দেখা যায়।
এবার সতীর্থ নেইমারের পাশেই দাঁড়ালেন এমবাপ্পে। তিনি জানিয়েছেন, নেইমারকে উদ্দেশ্য করে তিনি এমনটা বলেননি।
এই নিয়ে এমবাপ্পে বলেছেন, "আমি দেখছিলাম লোকে নেইমারকে নিয়ে বলছে, যা কিছু ঘটেছে তা নিয়ে। নেইমারকে উদ্দেশ্য করে কিছু বলিনি। এই পরিস্থিতিতে, এমন মনোমালিন্য আমাদের প্রয়োজন নেই। এটি প্রত্যেকের জন্য একটি উপদেশ ছিল। কারণ, আমি যা বলেছিলাম, যদি প্রত্যেকে থাকত ম্যাচের শুরু থেকে, তাহলে প্রতিপক্ষ চিন্তায় থাকবে।"
রবিবার লিগ ওয়ানে লিয়ের বিরুদ্ধে ম্যাচে গোল করলেও গোড়ালির চোটের কারণে মাঠ ছেড়ে বেরিয়ে যান নেইমার।
এই নিয়ে এমবাপ্পে বলেছেন, "আশা করব নেইমার তাড়াতাড়ি ফিরে আসবেন কারণ উনি আমাদের জন্য একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়।"