প্রতীক্ষার অবসান, ফ্রান্সের অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপে

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: প্রতীক্ষার অবসান, ফ্রান্সের অধিনায়ক হলেন কিলিয়ান এমবাপে। মাত্র ২৪ বছর বয়সে জাতীয় দলের অধিনায়ক হলেন এই তারকা স্ট্রাইকার। আসন্ন ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বে ফ্রান্সকে নেতৃত্ব দেবেন এমবাপে।
কাতার বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর গ্রহণ করেন গোলকিপার হুগো লরিস। তাঁর জায়গায় ইউরো কাপের যোগ্যতাপর্বের ম্যাচে এমবাপে দলকে দেবেন নেতৃত্ব।
সূত্রের খবর, দিদিয়ের দেশঁ-র সঙ্গে কথা বলার পরেই এমবাপে-কে অধিনায়ক করার সিদ্ধান্ত নেন সেই দেশের ফুটবল কর্তারা। শুক্রবার স্টাড দ্য ফ্রান্সে ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নেদারল্যান্ডসের সামনে ফ্রান্স। সেই ম্যাচ থেকেই দলকে নেতৃত্ব দেবেন এমবাপে।