ইস্টবেঙ্গল থেকে আইএসএলের ক্লাবে গেলেন কমলপ্রীত সিং...

নিজস্ব প্রতিনিধি: প্রমোশন হল কমলপ্রীত সিংয়ের। আই লিগের ক্লাব থেকে আইএসএলের ক্লাবে গেলেন তিনি। ইস্টবেঙ্গল থেকে দু বছরের চুক্তিতে যোগ দিলেন ওড়িশা এফসিতে।
ইস্টবেঙ্গলে তিনি দু বছর থাকলেও, আহামরি ফুটবল উপহার দেননি। তবে দলের প্রয়োজনে একাধিক পজিশনে খেলেছেন। কখনও সাইডব্যাক কখনও ডিফেন্সিভ ব্লকার হিসেবে।
২০১৭-১৮ মরশুমে মিনার্ভা পঞ্জাবের হয়ে আই লিগ জেতেন কমলপ্রীত সিং। তারপরেই তিনি দু বছরের জন্য যোগ দিয়েছিলেন ইস্টবেঙ্গল ক্লাবে। বয়স ভিত্তিক খেলায় তিনি ভারতীয় দলের হয়েও প্রতিনিধিত্ব করেছেন।
ইস্টবেঙ্গল থেকে কমলপ্রীত সিংকে ওড়িশা এফসিতে সই করানোর পর, ওড়িশা এফসির ডিরেক্টর রোহন শর্মা বলেন, 'আমাদের রক্ষণের শক্তি বাড়াতে একজন ডিফেন্ডারের প্রয়োজন ছিল। কমলপ্রীত আসতে দারুন শক্তিশালী হল আমাদের রক্ষণ।'
কমলপ্রীতের কথায়, 'ওড়িশা এফসির অংশ হয়ে আমার দারুন লাগছে। এখানে প্রচুর জুনিয়র ফুটবলারদের সুযোগ দেওয়া হয়েছে। প্রতি ম্যাচে চেষ্টা করব এদের সঙ্গে লড়াই করে প্রথম একাদশে জায়গা করে নিতে।'