ভারতে আসছেন না ঈশান পন্ডিতা। জানিয়ে দিলেন তাঁর বাবা...

এক্সট্রাটাইম ওয়েব ডেস্ক: সমস্ত জল্পনার অবসান। স্পেনেই থাকছেন ঈশান পন্ডিতা। তাঁর বাবা আজ ট্যুইট করে জানিয়ে দিয়েছেন, ইশানের কাছে স্প্যানিশ লিগের দ্বিতীয় ডিভিশন ক্লাবের প্রস্তাব রয়েছে। আপাতত ভারতে আসছে না তাঁর ছেলে।
কিন্তু এতদিন ধরে জল্পনা চলছিল ভারতে আসতে পারেন ঈশান পন্ডিতা। তাঁর কাছে নাকি প্রস্তাব রয়েছে কলকাতার দুই ক্লাব ইস্টবেঙ্গল ও মোহনবাগান-এটিকের।
Gentlemen he won’t come back as of now . He has some good options for sugunda B for next year . Once we finalize the club will keep u posted !
— Neeraj Pandita (@NeerajPandita) June 2, 2020
এই জল্পনার অবশ্য কারণ ছিল। তিনি যে স্প্যানিশ লিগের তৃতীয় ডিভিশন ক্লাব লোরকা এফসিতে খেলতেন, সেই ক্লাব ছাড়তে চলেছেন। মঙ্গলবার অবশ্য সেই ক্লাব ছেড়েই দিলেন ভারতীয় বংশোদ্ভূত উইঙ্গার। মঙ্গলবার নিজের ইন্সট্রাগ্রামে পোস্ট করে জানিয়েছেন সেই খবর।