মহামেডান ক্লাবের সঙ্গে চুক্তি বাতিলের পথে ইনভেস্টর

নিজস্ব প্রতিনিধি: আই লিগের আগে বড়ো ধাক্কা মহামেডান স্পোর্টিং ক্লাবে। ইনভেস্টর কোম্পানির সঙ্গে সম্পর্ক ছিন্ন হতে চলেছে ক্লাবের। আগামী তিন চার দিনের মধ্যে ক্লাব কর্তারা চুক্তিপত্রে চূড়ান্ত সই না করলে সেই চুক্তি বাতিল হবে।
আই লিগ দ্বিতীয় ডিভিশনের আগে নয়া ইনভেস্টর নিয়ে আসেন ক্লাবের নতুন কর্তারা। কিন্তু এখনও চুক্তিপত্রে চূড়ান্ত সই হয়নি। প্রাথমিক সই পর্বের পর কাজ শুরু করে দেয় ইনভেস্টর বাঙ্কারহিল কাজ শুরু করে। ইতিমধ্যে দল দ্বিতীয় ডিভিশন থেকে মূল আই লিগে উঠেছে। তবে এবার চুক্তিপত্রে সই করার ক্ষেত্রে শর্ত বদলের দাবি তোলে ক্লাব। আর এখানেই বেজায় ক্ষুব্ধ ইনভেস্টর। মূলত আর্থিক অঙ্কের পরিমাণ বাড়ানোর দাবি ক্লাব কর্তাদের, এমনটাই জানালেন এক ইনভেস্টর কর্তা। এর জন্য তিনি ক্লাবের অভ্যন্তরীন রাজনীতিকেই দায়ী করেছেন।
আগামী তিন চার দিনের মধ্যে চুক্তি পত্রে সই না করলে সেটা বাতিল হবে বলেই জানিয়ে দেন তিনি। সেক্ষেত্রে অবশ্য ফুটবলারদের চুক্তির সঙ্গে কোনও সম্পর্ক থাকবে না। কারণ ফুটবলাররা মহামেডান ক্লাবের প্রাইভেট লিমিটেড কোম্পানির সঙ্গে চুক্তিবদ্ধ। তবে ফুটবলারদের বেতন বা আই লিগের বিশাল অঙ্কের অর্থ কিভাবে যোগান দেন ক্লাব কর্তারা সেটাই দেখার।