ঘোষিত হল সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৬ ভারতীয় মহিলা ফুটবল দলের স্কোয়াড

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ আগামী সাফ চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ১৬ মহিলা দল ঘোষণা করল ভারতীয় ফুটবল দল। সর্বমোট ২৩ জনের স্কোয়াড ঘোষণা করল তারা। এমনটাই জানিয়েছেন কোচ বিবি থমাস মুথাহ। নেপালে অনুষ্ঠিত হবে এই অনূর্ধ্ব ১৬ মহিলা সাফ চ্যাম্পিয়নশিপ। এই চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আগামী ১লা মার্চ থেকে।
বর্তমানে গোয়ায় প্রশিক্ষণ নিচ্ছেন দলের ফুটবলাররা। আগামী ২৭ ফেব্রুয়ারি নেপালের উদ্দেশ্যে রওনা দেবেন তারা। এই প্রথমবার অনূর্ধ্ব ১৬ সাফ চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে। এর আগে ২০১৮ এবং ২০১৯ য়ে অনূর্ধ্ব ১৫ সাফ চ্যাম্পিয়নশিপে জয়ী হয়েছিল ভারত। পরস্পর দুবারই বাংলাদেশকে পরাজিত করেছিল তারা।
আরও পড়ুন-জুর্গেন ক্লপ লিভারপুলের লীগ কাপের গৌরবকে জীবনের সবচেয়ে মূল্যবান ট্রফি আখ্যা দিয়েছেন
গোলকিপার:- কঞ্জেংবাম থাম্পাশনা দেবী, মুন্নী, সুরাজমুনি কুমারী
ডিফেন্ডার:- অমৃতা ঘোষ, বনিফিলা শুল্লাই, দিভভ্যানি লিন্ডা, এলিজাবেদ লকরা, গৌরী, রেহেনা লিজ জ্যাকব, রুপ্রশ্রী মুন্ডা, সারাংথেম আলেনা দেবী
মিডফিল্ডার:- অনিতা ডুংডুং, অনুষ্কা কুমারী, অন্বিতা রঘুরাম, এইচ ইয়াশীকা, লঙ্গাজাম নিরা চানু, ঋতু বাদাইক, শেভতা রাণী, থান্ডা মনি বাস্কে
ফরোয়ার্ড:- গুরলিন কৌর, গুরনাজ কৌর, নেহা সাজি, পার্ল ফার্নান্দেজ
কোচ :- বিবি থমাস মুথাহ
১ মার্চ: ভারত বনাম ভুটান
৫ মার্চ: বাংলাদেশ বনাম ভারত
৭ মার্চ: ভারত বনাম নেপাল
১০ মার্চ:ফাইনাল
ম্যাচগুলি খেলা হবে ললিতপুরের চ্যাসল স্টেডিয়ামে।