পিছিয়ে যাচ্ছে ভারতীয় ফুটবলের ট্রান্সফার উইন্ডো...

নিজস্ব প্রতিনিধি: ৯ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত যে ট্রান্সফার উইন্ডো ছিল, সেই ট্রান্সফার উইন্ডো পিছিয়ে যাচ্ছে। সোমবার একথা জানিয়েছেন ফেডারেশনের সচিব কুশল দাস। তিনি বলেন, "এই পরিস্থিতির জন্য ফিফা আমাদের বিশেষ অনুমতি দিয়েছে, আমরা আমাদের ইচ্ছামতো ট্রান্সফার উইন্ডোর তারিখ ঘোষণা করতে পারি। সেই কারণে আমরা ভাবছি ১ আগস্ট থেকে ট্রান্সফার উইন্ডো চালু করবো। ৯ জুন থেকে ৩১ আগস্ট যতদিনের ট্রান্সফার উইন্ডো হয়, ঠিক তত দিনের।"
এছাড়াও বুধবার বিকাল সাড়ে পাঁচটার সময় অনলাইনে বসছে ফেডারেশনের কার্যকরী কমিটির সভা। ওই সভায় ২০২১- ২২ মরশুম থেকে বিদেশি কমানো নিয়ে আলোচনা হবে।
ইতিমধ্যেই ফেডারেশনের টেকনিক্যাল কমিটি জানিয়ে দিয়েছে, ভারতীয় ফুটবলে উন্নতি করতে গেলে আইএসএল ও আই লিগে বিদেশি সংখ্যা কমাতেই হবে। সেটাতে সিলমোহর দিতেই বুধবার অনলাইন বসবে ফেডারেশনের কার্যকরী কমিটির সভা।