আফগানিস্তানকে হারাতে কোন স্ট্র্যাটেজিতে নামবে স্টিম্যাচের ভারত?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে আফগানিস্তানের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ ২০২৬ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে নামবে ভারত। গ্রুপ এ-এর দ্বিতীয় স্থানে থাকা ব্লু টাইগার্সের কাছে এই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কয়েক দিন আগে সৌদি আরবে আফগানিস্তানের বিরুদ্ধে গোলশূন্য ড্র করেছিল ভারত। ফলে এই ম্যাচে তিন পয়েন্ট না পেলে তৃতীয় রাউন্ডে ওঠা কঠিন হবে ভারতের জন্য। এই পরিস্থিতিতে এই ম্যাচের জন্য কোন স্ট্র্যাটেজিতে দল নামাবেন কোচ ইগর স্টিম্যাচ?
আরও পড়ুন - বেঙ্গালুরুর পেসারকে 'আবর্জনা' তকমা, সমালোচনার মুখে মুরলী কার্তিক, পালটা জবাব আরসিবির
সম্ভাবনা রয়েছে, ৪-৪-২ ছকে নামতে পারে ভারত। গত ম্যাচে আফগানদের প্রত্যয়ী ফুটবলের সামনে সেভাবে খেলতে পারেনি ভারত। ফলে মাঝমাঠে শক্তি বাড়াতে আপুইয়া ও জিকসন সিংকে ব্যবহার করবেন স্টিম্যাচ। এদিকে রাহুল ভেকে ও আনোয়ার আলিকে সেন্ট্রাল ডিফেন্সে রেখে দুই প্রান্তে নিখিল পুজারি ও আকাশ মিশ্রাকে খেলাতে পারেন স্টিম্যাচ।
এদিকে বিক্রম প্রতাপ সিং ও লালিয়ানজুয়ালা ছাংতেকে দুই প্রান্তে রেখে আক্রমণে সুনীল ছেত্রী ও মনবীর সিংকে নামাতে পারেন স্টিম্যাচ।
গুরপ্রীত সিং সান্ধু (গোলকিপার),নিখিল পুজারি, রাহুল ভেকে, আনোয়ার আলি, আকাশ মিশ্রা, জিকসন সিং, আপুইয়া, লালিয়ানজুয়ালা ছাংতে, বিক্রম প্রতাপ সিং, সুনীল ছেত্রী (অধিনায়ক), মনবীর সিং।