আফগানিস্তানের কাছে হেরেও তৃতীয় রাউন্ডে ওঠার আশা রাখছেন ইগর স্টিম্যাচ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : মঙ্গলবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ফিফা বিশ্বকাপ ২০২৬ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আফগানিস্তানের কাছে ১-২ গোলে পরাজিত হয় ভারত। আর এই হারের পর হতাশার পাশাপাশি ক্ষোভও ফুটে উঠেছে ভারতীয় সমর্থকদের মধ্যে। কোচ ইগর স্টিম্যাচের বিদায়ের জন্য স্লোগান তোলেন সকলে।
তবে স্টিম্যাচ এখনও আশাবাদী, এই ভারতীয় দলকে তিনি আরও ভালো করতে পারবেন, এবং বিশ্বকাপ যোগ্যতা অর্জনের তৃতীয় রাউন্ডে দেশকে নিয়ে যেতে পারবেন। ম্যাচের পর সাংবাদিক বৈঠকে স্টিম্যাচ বলেছেন, "অবশ্যই, আমরা মনে করি আমরা যোগ্যতা অর্জন করব এবং আপনাদের গতবারের মত এবারেও বলে রাখি, দীর্ঘমেয়াদী শিবিরের পর আমরা ভিন্ন একটি দল হিসেবে আসব।"
আরও পড়ুন - সান্তিয়াগো বার্নাব্যুতে অভিষেকেই গোল এন্ড্রিকের, পিছিয়ে থেকেও দুর্দান্ত প্রত্যাবর্তন ব্রাজিলের
এরপর দলের হার নিয়ে খেলোয়াড়দের দায়ী করে স্টিম্যাচ বলেছেন, "আপনারা দেখেছেন যে আমাদের অর্ধেক খেলোয়াড়দের মধ্যে সেই প্রত্যয় দেখা যায়নি এবং সেটি আমি পাঁচ দিনের মধ্যে পাল্টাতে পারব না, আমায় ক্ষমা করবেন।"
"আমরা আজ অনেক জিনিস ঠিক করেছি, কিন্তু খেলার বেশিরভাগ সময়ে নিয়ন্ত্রণে থেকে কিছু কিছু সময়ে আমরা খেই হারিয়ে ফেলছিলাম। একটি দল হিসেবে, আমরা যেন ৫-৬ মিনিট আটকে গিয়েছিলাম, যার কোনও ব্যাখ্যা নেই।"
আরও পড়ুন - এগিয়ে থেকেও প্রত্যয়ী আফগানদের কাছে হার মানল ব্লু টাইগার্স
তবে আগামী জুন-জুলাই মাসে দীর্ঘমেয়াদী শিবিরের পরে ছবিটা বদলাবে, সেই আশ্বাস দিয়েছেন স্টিম্যাচ। তিনি বলেছেন, "আমি বারবার ধরে একই কথা বলে চলেছি। আমি আশা করব এই খেলোয়াড়দের আপনারা মনে রাখবেন যখন এদের আপনারা জুন-জুলাই মাসে দেখবেন।"
"শুধুমাত্র তৃতীয় রাউন্ডেই যোগ্যতা অর্জন করা নয়, আমাদের ভাবতে হবে এরপর আমরা কোন দিকে এগোব, যখন আমরা সেখানে পৌঁছব। আমাদের জুন মাসের মধ্যে ভালো জায়গায় থাকতে হবে, নইলে আমরা সেখানেই থেকে যাব যেখানে গত আট বছর আমরা ছিলাম, মায়ানমার আর গুয়ামের বিরুদ্ধে জিতে যোগ্যতা অর্জন করা।"