ভারতীয় ফুটবলকে উন্নত করার উদ্দেশ্যে সাহায্যের আর্জি ইগর স্টিমাচের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: কলকাতায় অনুষ্ঠিত হয়ে গেল রেভ স্পোর্টসের ট্রেইলব্লেজার্স ২.০, যা হলো ভারতের সর্ববৃহৎ ক্রীড়া সম্মেলন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্বরা। ছিলেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ। ভারতীয় ফুটবলকে আরো উন্নত করে তোলার উদ্দেশ্যে কি বললেন “ব্লু টাইগার্স হেডস্যার”?
ভারতে ফুটবলের পরিবেশ তৈরি করা প্রয়োজন। এমনটাই জানিয়েছেন কোচ। তিনি বলেছেন, “গত তিন চার দশক ধরেই ফুটবলের সংস্কৃতি হয়নি ভারতে। শুধু সরকার বা অর্থের ওপর নির্ভর করে থাকলে চলবে না। আরও ভালো ফল পেতে হলে এবং সেই ফলের উপর ভিত্তি করেই ফেডারেশন হোক বা যেই হোক তিনি অর্থ প্রদান করবেন।” ইগর স্টিমাচ।
“ভারতের বিশাল দেশ ,সুন্দর দেশ তবে প্রত্যেক রাজ্যে ফুটবল সংস্কৃতি প্রয়োজন। সঠিক অনুশীলনের জন্য প্রত্যেক রাজ্যেরই কোন ‘ গ্রাসরুট প্রোগ্রাম’ বা ‘এলিট প্রোগ্রাম’ থাকা জরুরী। তবে হ্যাঁ, এ ব্যাপারে একদিনে হওয়ার নয়। সময় লাগবে। তবেই আমরা উচ্চস্তরের টুর্নামেন্ট গুলিতে অংশগ্রহণ করতে সক্ষম হবো।” এমনটাই জানিয়েছেন তিনি।
কোচ ভারতীয় ফুটবল ফেডারেশন এবং ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডকেও একসঙ্গে কাজ করার আর্জি জানিয়েছেন এ ব্যাপারে। দিনের শেষে সবাই যদি একসঙ্গে কাজ করে তাহলে তাঁ ফল মিলতে বাধ্য।