সত্যিই কি চিড় রয়েছে এআইএফএফ সভাপতি এবং কোচের মধ্যে? নিজেদের লক্ষ্য নিয়ে কি বললেন তারা?

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: ভারতের বৃহৎ ক্রীড়া সম্মেলন ট্রেইলব্লেজার্সে উপস্থিত ছিলেন একাধিক ক্রীড়া ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে এবং ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিম্যাচ। সামনেই ভারতের যোগ্যতা অর্জনের রয়েছে খুব গুরুত্বপূর্ণ ম্যাচ। তারই মধ্যে তাদের মধ্যে দূরত্ব রয়েছে কিনা তা প্রশ্ন করাতে সরাসরি জবাব দিলেন সচিব। এছাড়াও তিনি এবং দলের কোচ জানালেন তাদের পরবর্তী লক্ষ্য।
আরও পড়ুন- অলিম্পিকে চাপ সামলানোর মূল মন্ত্র জানিয়ে দিলেন সৌরভ গাঙ্গুলি
কল্যাণ চৌবে জানিয়েছেন, “ একজন প্রধান কোচ সব সময় যোগাযোগ রাখে ফুটবল ফেডারেশনের সভাপতির সঙ্গে। আমি জানিনা এই প্রশ্ন কিভাবে উঠলো তবে যখন উঠল তখন উত্তর দেওয়াও উচিত। আমাদের একটি টেকনিক্যাল কমিটি ও আছে যা কিংবদন্তি ফুটবলার আইএম বিজয়নের দ্বারা পরিচালিত হয়। এটা বলতে পারি যে আমাদের সবকিছুই নিয়মমাফিক চলে। সেটা যে সংক্রান্তই হোক না কেন। প্রথমে কোচ আসেন টেকনিক্যাল কমিটির কাছে তা তারপর যায় সভাপতির কাছে এবং সভাপতি তা এক্সিকিউটিভ কমিটির কাছে নিয়ে যান। এভাবেই চলে এই নিয়ম।"
কোচ ইগর জানিয়েছেন , “ আমি সব সময় যোগাযোগ রাখি ফেডারেশনের সঙ্গে। ইতিমধ্যে সভাপতির সঙ্গেও যোগাযোগ হয়েছে। আগামী ছয় মাসে আমরা কীভাবে এগোবো সেই নিয়ে প্ল্যান মাফিকও চলছি আমরা। এবং আমরা সেভাবেই চলবো। তাতে কোন বদল আসবে না। তবে অনুশীলনের মাধ্যমে অনেকটাই উন্নত হবে বলে মনে হয়। এমনকি সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পরও সভাপতি যাবে জানিয়েছিলাম যে এই মুহূর্তে কোন বদল আনা সম্ভব না।” এমনটাই জানিয়েছেন ইগর।