মেসি অবসর নিলে নিশ্চয়ই এমবাপ্পে ব্যালন ডি'অর জিতবে, আশাবাদী এমিলিয়ানো মার্টিনেজ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : বিশ্বকাপ ফাইনালের পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে যেভাবে বিদ্রুপমূলক স্লোগান ও আচরণ করেছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ, তাতে এই নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছিল। তবে ফাইনালের প্রায় দুই মাস পরে এমবাপ্পের প্রতি নিজের শ্রদ্ধার কথা ব্যক্ত করেছেন এমি মার্টিনেজ।
ব্যালন ডি'অরে দীর্ঘ সময় ধরে মেসি-রোনাল্ডোর রাজত্বের পর অনেকে মনে করছেন, কিলিয়ান এমবাপ্পে এই ব্যালন ডি'অরে নিজের অধিকার কায়েম করবেন। আর সেটি মানছেন খোদ এমি মার্টিনেজও। তবে সেটি মেসির অবসরের পরেই, সেটি জানাতে ভোলেননি অ্যাস্টন ভিলার গোলকিপারও।
এই নিয়ে এমি ফ্রান্স ফুটবলের এক সাক্ষাৎকারে বলেছেন, "আমার সাথে এমবাপ্পের ব্যক্তিগত শত্রুতা নেই। আমি ওনাকে অনেক শ্রদ্ধা করি। যদি মানুষ ওনাকে বা নেইমারকে নিয়ে গান গায়, এর কারণ হল ওনারা শীর্ষস্থানীয় খেলোয়াড়। ফাইনালের পর, আমি ওনাকে বলেছিলাম যে ওনার বিরুদ্ধে খেলাটা আমার সৌভাগ্যের, আর তিনি প্রায় একা হাতেই ম্যাচ জিতিয়ে দিচ্ছিলেন। আমি নিশ্চিত হয়েছি ওনার অসাধারণ প্রতিভা নিয়ে। যখন মেসি অবসর নেবেন, আমি নিশ্চিত কিলিয়ান অনেক ব্যালন ডি'অর খেতাব জিতবে।"