বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারানো কোচ হার্ভে রেনার্ড পেলেন বড় দায়িত্ব

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : ফরাসি প্রশিক্ষক হার্ভে রেনার্ডকে মনে আছে? ২০২২ বিশ্বকাপের গ্রুপ পর্বে আর্জেন্টিনাকে ২-১ ফলে হারিয়ে চমকে দিয়েছিল সৌদি আরব, আর সেই বিশ্বকাপে সৌদির হেড কোচ ছিলেন এই হার্ভে রেনার্ড।
এবার নতুন দায়িত্ব পেলেন এই ফরাসি কোচ। চলতি বছরে হতে চলা ফিফা মহিলা বিশ্বকাপে ফ্রান্স দলের হেড কোচ পদে নিযুক্ত হলেন হার্ভে রেনার্ড। বৃহস্পতিবার রেনার্ডের নিযুক্তির খবর ঘোষণা করল ফরাসি ফুটবল ফেডারেশন।
আগামী ৭ এপ্রিল কলম্বিয়ার বিরুদ্ধে প্রীতি ম্যাচ থেকে দায়িত্ব পালন করবেন রেনার্ড।
গত বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে চমকে দিয়েছিলেন হার্ভে রেনার্ড। প্রথমার্ধে এক গোলে পিছিয়ে থাকার পর ড্রেসিংরুমে রেনার্ড গোটা সৌদি আরব দলকে পেপ টকের মাধ্যমে চাঙ্গা করে তুলেছিলেন, যার ভিডিও ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর তারপর দ্বিতীয়ার্ধে দুই গোল করে আর্জেন্টিনাকে হারায় সৌদি। সেই বিশ্বকাপেই তারপর চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা।