লিগ সূচি নিয়ে কোনও অনুরোধ আসেনি: সুনন্দ ধর

নিজস্ব প্রতিনিধি: আই লিগের ক্রীড়া সূচি প্রকাশ নিয়ে এফসডিএলের তরফ থেকে তাঁকে অনুরোধ করা হয়নি। এমনটাই জানিয়েছেন লিগ সিইও সুনন্দ ধর। ভারতীয় ফুটবলের একটি সূত্র থেকে খবর পেয়ে এক্সট্রা টাইম জানায় আইএসএলের আগে যেন কোনওমতেই আই লিগের সূচি ঘোষণা না করা হয়। এই মর্মে লিগ সিইও সুনন্দ ধর'কে অনুরোধ করেছে এফএসডিএল।
এই বিষয়ে সুনন্দ ধরের সঙ্গেও যোগাযোগ করা হয়। তিনি ব্যস্ত থাকায় তাঁর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। কিন্তু এই সংবাদ প্রকাশিত হওয়ার পর সুনন্দ ধর তাঁর ক্ষোভ গোপন করেননি। এক্সট্রাটাইম'কে তিনি জানান যে প্রকাশ এই খবরের কোনও ভিত্তি নেই। গত কয়েকদিন তাঁর সঙ্গে এফএসডিএল কর্তাদের কোনও কথাবার্তা হয়নি।