নিজের গোল নয়, দলের সাফল্যই গুরুত্বপূর্ণ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : সৌদি আরবে নতুন চ্যালেঞ্জ নিয়েছেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আল নাসেরের হয়ে সেই চ্যালেঞ্জে আপাতত বেশ সফল, তা প্রমাণ করেছেন রোনাল্ডো। এখনও অবধি আটটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন সিআর সেভেন।
এবার নিজের এই নতুন অভিযান নিয়ে মুখ খুলেছেন রোনাল্ডো। এসএসসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো বলেছেন, "আমি খুব খুশি, তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল দল ও তার জয়। দল অসাধারণ কাজ করেছে, ওরা দৌড়েছে, ওরা লড়েছে। গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ হল দল।"
সৌদির পরিবেশ ও ফুটবলের সাথে মানিয়ে নেওয়া নিয়ে রোনাল্ডো বলেছেন, "আমি এখন অনেকটা মানিয়ে নিয়েছি, এখানে এসে খেলাটা সোজা নয়। আর পাঁচ-ছয়টি ম্যাচ খেলার পর, প্রত্যেকে আমার খেলা বুঝে গিয়েছে। এখন আমি আমার সতীর্থদের খেলা আরও ভালো বুঝতে পারি, আর ওরা আমার খেলা বুঝতে পারে। সব থেকে গুরুত্বপূর্ণ হল, ধাপে-ধাপে, আমরা ভালো একটি পর্যায়ে পৌছতে পারব।"
এই সাক্ষাৎকারের শেষে রোনাল্ডো বলে ওঠে, "শুকরাম!"
চলতি বছরের শুরুতে, সৌদি আরবের ক্লাব আল নাসেরে সই করেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগামী ২০২৫ সালের জুন মাস অবধি চুক্তিবদ্ধ রোনাল্ডো, সেখানে প্রায় ২০০ মিলিয়ন ইউরো বার্ষিক বেতন পাবেন রোনাল্ডো।