খোঁজ মিলল তুরস্কের ধ্বংসস্তূপে আটকে থাকা প্রাক্তন নিউক্যাসেল ফুটবলারের

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক: তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিস্টিয়ান আতসুর অবশেষে খোঁজ মিলল৷ তুরস্কের ফুটবল লিগে খেলা ঘানার এই ফুটবলার গতকাল ভূমিকম্পের পর থেকেই নিখোঁজ ছিলেন৷ শেষ পর্যন্ত ধ্বংসস্তূপের নীচ থেকে তাঁর খোঁজ মেলে৷ যদিও ৩১ বছর বয়সি ওই ফুটবলারের শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি৷
ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ার ফলে আতসুর ডান পায়ে চোট লেগেছে৷ পাশাপাশি তাঁর শ্বাসকষ্টেরও সমস্যা রয়েছে৷
শুধু আতসু নন, ওই ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর তানের সাভুটও আটকে পড়েছিলেন। আতসুকে পাওয়া গেলেও তাঁর খোঁজ এখনও চলছে। ধ্বংসস্তুপের মধ্যেই তিনি আটকে আছেন বলে মনে করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে একাধিক বার ভূমিকম্প হয়েছে তুরস্কে।
সরকারি হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত সোমবারের ভূমিকম্পের জেরে প্রায় ৪০০০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল মাটি থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে।