এক্সক্লুসিভ : কোভিভে আক্রান্ত মহামেডানের এই ফুটবলার। কে তিনি? জানতে পড়ুন...

নিজস্ব প্রতিনিধি : আই লিগ দ্বিতীয় ডিভিশনে নামার আগে সমস্যায় জর্জরিত মহামেডান স্পোর্টিং। করোনা ভাইরাসে আক্রান্ত হলেন সাদা-কালো ব্রিগেডের অন্যতম ফুটবলার তীর্থঙ্কর সরকার। ফলে আই লিগ দ্বিতীয় ডিভিশনের শুরু থেকে তাঁর খেলা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। ফেডারেশনের নিয়ম মেনে বুধ ও বৃহস্পতিবার মহামেডান স্পোর্টিংয়ের সব ফুটবলার ও সাপোর্ট স্টাফদের কোভিড পরীক্ষা করা হয়। এদিন রাতের দিকে সেই রিপোর্ট হাতে পান কর্তারা। দলের বাকি সদস্যদের রিপোর্ট নেগেটিভ এলেও, তীর্থঙ্করের শরীরে করোনা ভাইরাস থাবা বসিয়েছে। স্বভাবতই আপাতত তাঁকে ১৪ দিনের 'হোম আইসোলেশন'এ থাকতে হবে।
দল এই মুহূর্তে কল্যানীতে রয়েছে। সেখানেই আলাদা জায়গায় এই উইঙ্গারের থাকার ব্যবস্থা করা হয়েছে। নিয়মমাফিক এরপর আরও কয়েকবার তাঁর কোভিড পরীক্ষা হবে। সেই পরীক্ষার ফল নেগেটিভ এলেই, মাঠে নামতে পারবেন তীর্থঙ্কর। এই ইউটিলিটি ফুটবলারকে নিয়েই যাবতীয় পরিকল্পনা করছিলেন তরুণ কোচ ইয়ান ল। আই লিগ দ্বিতীয় ডিভিশনের শুরু থেকে তীর্থঙ্করকে কি পাওয়া যাবে? উঠছে প্রশ্ন। বেশ দুশ্চিন্তায় সাদা-কালো কোচ।
ইয়ান বলেন, "তীর্থঙ্করের কোভিড আক্রান্ত হওয়ার খবর আমাদের চিন্তায় ফেলে দিল। কারণ, ও আমাদের প্রধান ফুটবলার। এবং ওকে নিয়েই যাবতীয় পরিকল্পনা করছিলাম। তাই ও অসুস্থ হওয়ায় চিন্তায় আছি। তবে আশাকরি প্রতিযোগিতা শুরু হওয়ার আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবে তীর্থঙ্কর। যদিও বাকিটা তো আমাদের হাতে নেই।"
হৃদযন্ত্রের সমস্যার জন্য আনোয়ার আলীর খেলার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করেছে এআইএফএফ। এরমধ্যে ২০১০ সালের চিটফান্ড কান্ড নিয়ে সিবিআই কর্তাদের জেরার মুখে জেরবার হচ্ছেন সাদা-কালো কর্তারা। আর এবার নতুন সংযোজন, তীর্থঙ্কর কোভিড আক্রান্ত হলেন। মহামেডান স্পোর্টিংয়ের সময়টা সত্যি ভাল যাচ্ছে না।