এক্সক্লুসিভ : আইএফএ সচিব পদ থেকে ইস্তফা দিলেন জয়দীপ মুখার্জি। কিন্তু কেন? জানতে পড়ুন...

নিজস্ব প্রতিনিধি : সবকিছু ঠিকঠাক চলছিল। স্বাধীনভাবে কাজ করতে চেয়েছিলেন। কিন্তু প্রতি পদে বিঘ্ন ঘটায় আইএফএ সচিব পদ থেকে ইস্তফা দিয়ে দিলেন জয়দীপ মুখার্জি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বাংলা ফুটবলের উন্নতির জন্য একাধিক কর্মসূচি নিয়েছিলেন। তাঁর অধিনায়কত্বে ঘুরে দাঁড়িয়েছিল আইএফএ। কিন্তু আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়ের অন্যায় আবদারের কাছে নতিস্বীকার করতে চাইলেন না। তাই অবশেষে সরে দাঁড়ালেন। তবে সামনেই আই লিগ। সেই দায়িত্ব পালন করার পরেই বাংলা ফুটবলের নিয়ামক সংস্থা ছাড়বেন জয়দীপ। ইতিমধ্যেই তিনি সংস্থার সভাপতি ও চেয়ারম্যান সুব্রত দত্ত'কে চিঠি পাঠিয়ে দিয়েছেন।
কিন্তু প্রশ্ন হল কেন সরে দাঁড়াচ্ছেন জয়দীপ! শোনা যাচ্ছে কন্যাশ্রী কাপের সেমিফাইনালে ইস্টবেঙ্গল ক্লাব ভিনরাজ্যের ফুটবলার খেলানো নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত। একই প্রতিযোগিতায় লাগাতার দুবার ভিনরাজ্যের ফুটবলার খেলিয়েছে লাল-হলুদ বাহিনী। ফলে আইএফএ'র নিয়মমাফিক দলকে নির্বাসিত করার কথা। তবে সেটা হয়নি। এদিকে আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় আবার ইস্টবেঙ্গলের এক্সিকিউটিভ কমিটির সদস্য এবং মহিলা দলের দায়িত্বে রয়েছেন। তাই লাল-হলুদ বাতিল হয়ে যাওয়ার বদলে যাতে সেমিফাইনাল খেলতে পারে, সেই ব্যাপারে জয়দীপ'কে চাপ দিতে থাকেন। সচিব হিসেবে এটা মানতে পারেননি জয়দীপ। তাই স্বাধীনভাবে কাজ করতে না পারার জন্য স্বেচ্ছায় পদত্যাগ করলেন।
আইএফএ'র প্রতিনিধিত্ব করতে হলে কোনও ক্লাবের সদস্য হতে হবে। এটাই নিয়ম। কিন্তু এই নিয়মকে সামনে রেখে বছরের পর বছর একাধিক ইস্যুতে স্বার্থের সংঘাত প্রকাশ্যে আসছে। ফলে জয়দীপের মত আধুনিক ফুটবল মনস্ক মানুষ কাজ করতে পারছেন না। প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হচ্ছেন। এভাবে চললে কিন্তু বাংলা ফুটবলেরই ক্ষতি। এটা ভাবার সময় কিন্তু এসেছে। কারণ, জয়দীপ মুখার্জির মত 'ডায়নামিক' কর্তাকে হারালে সেটা বাংলা ফুটবলেরই ক্ষতি।