এক্সক্লুসিভ : অবশেষে মহমেডান স্পোর্টিংয়ের হয়ে খেলতে চলেছেন বাংলাদেশ ফুটবলের আইকন জামাল ভুঁইয়া। বিস্তারিত পড়ুন...

সব্যসাচী বাগচী/সাইফুল্লা একেএম : এক্সট্রা টাইমের খবরে সিলমোহর। শেষ পর্যন্ত মহমেডান স্পোর্টিংয়ের হয়ে আই লিগে খেলতে চলেছেন বাংলাদেশের তারকা ফুটবলার ও জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তাঁর বর্তমান ক্লাব সইফ স্পোর্টিংকে এই কথা জানিয়ে দিয়েছেন ৬ নম্বর জার্সিধারী। জামালের সাদা-কালো জার্সি গায়ে চাপানো স্রেফ সময়ের অপেক্ষা। সেটাই ফোনে জানিয়ে দিলেন মহামেডান স্পোর্টিংয়ের সচিব ওয়াসিম আক্রম। আগামী ৭ জানুয়ারি থেকে আই লিগ শুরু হবে। সেক্ষেত্রে ডিসেম্বর মাসের শুরুতে শহরে পা রাখবেন জামাল।
এর পাশাপাশি ওয়াসিম আরও বলেন দিঘা নয়। বরং জৈব বলয় তৈরি নিজেদের মাঠেই দুবেলা প্রি-সিজন সারবে দল। ওয়াসিম বলেছেন, "জামাল আমাদের প্রস্তাব পাওয়ার পরে শুরু থেকেই এখানে খেলার জন্য মুখিয়ে ছিল। কিন্তু সেই সময় ও ডেনমার্কে থাকায় বিস্তারিত কথা হয়নি। গত সপ্তাহে বাংলাদেশে আসার পর ওর সাথে সব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জামাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও সইফ স্পোর্টিং ক্লাবের কর্তাদের সঙ্গে কথা বলে নিয়েছে। আমাদের তরফ থেকে কাগজপত্র তৈরি করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে জামাল বৃহস্পতিবার চুক্তিপত্রে সই করে দেবে। এবং ডিসেম্বরে জামাল কলকাতায় পা রাখবে।"
মহমেডান স্পোর্টিংয়ের হয়ে আই লিগ খেললেও, বাংলাদেশ প্রিমিয়ার লিগের ক্লাব সইফ স্পোর্টিংয়ের হয়ে দ্বিতীয় পর্বে খেলবেন জামাল। সেটা তিনি বাংলাদেশের ক্লাবকর্তাদের জানিয়েছেন। বাংলাদেশ লিগের দ্বিতীয় পর্ব শুরু হতে পারে আগামী বছরের ৩০ এপ্রিল। জামালের ভারতে খেলতে আসার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছেন সইফ স্পোর্টিংয়ের সর্বময় কর্তা মহম্মদ নাসিরউদ্দিন চৌধুরী। বাংলাদেশের ফুটবল আইকনের এমন পদক্ষেপ নিয়ে তিনিও বেশ খুশি। তিনি যোগ করেছেন, "সইফ স্পোটিং, মহামেডান স্পোর্টিং ও জামাল ভূঁইয়া এই পক্ষের মধ্যে এক সমঝোতার মধ্যে দিয়ে এই ব্যাপারটা রূপ পেতে চলেছে। বাকিটা জামাল ও মহামেডান স্পোর্টিংয়ের মধ্যে দিয়ে ঘটেছে। এবং তাই জামালকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানাই। আশাকরি জামাল ওর নাম ও পারফরম্যান্সের প্রতি সুবিচার করবে।"
কাতার বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ভারতের বিরুদ্ধে যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলে গিয়েছেন জামাল। তাঁর ফ্রি কিক থেকেই সেই ম্যাচে গোল করে বাংলাদেশকে এগিয়ে দিয়েছিলেন সাদউদ্দিন। খেলার শেষ লগ্নে ভারতের হয়ে সমতা ফেরান আদিল খান। সেই ম্যাচে ভারত অধিনায়ক সুনীল ছেত্রীর বিরুদ্ধে নজর কেড়েছিলেন জামাল। আর আসন্ন আই লিগে মহমেডানের জার্সি পরে নামবেন বাংলাদেশ ফুটবলের তারকা। ফলে সবার নজর যে তাঁর দিকে থাকবে এমনটা কিন্তু বলাই যায়।