ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কত্ব নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন টেন হ্যাগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্কঃ চলতি মরশুমে দুর্দান্ত ফুটবল খেলতে দেখা যায় এরিক টেন হ্যাগের ম্যানচেস্টার ইউনাইটেডকে। সম্প্রতি তারা কারাবাও কাপও জেতে। কিন্তু তার পরেই তাদের আলোকিত সাজঘরে নেমে আসে অন্ধকার। সম্প্রতি প্রিমিয়ার লিগের ম্যাচে চীরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে ৭ গোলের লজ্জার হারের সম্মুখীন হয় রেড ডেভিলরা।
এই ৭ গোলের হারই ইউনাইটেড ফ্যানদের মনে বিশাল প্রভাব ফেলেছে। তাদের সব রাগ-অভিমান গিয়ে পড়ে ব্রুনো ফার্নান্ডেজের উপর।
ব্রুনো, ম্যাগুয়েরের অনুপস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়কত্বের দায়িত্ব সামলান। কিন্তু লিভারপুল ম্যাচে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশেষত লাইন্সম্যানকে ধাক্কা দেওয়া, ম্যাচের মাঝে মেজাজ হারানো, খেলা থেকে হারিয়ে যাওয়া ইত্যাদি বিষয়গুলি তার বিরুদ্ধেই গেছে। এছাড়াও মাঠে তার নেতিবাচক কাজকর্মে বিরক্ত তার সতির্থরাও। এর ফলে ব্রুনোকে অধিনায়ক পদ থেকে সরানোর দাবি তুলতে থাকেন রেড ডেভিলরা।
তবে ম্যানচেস্টার ইউনাইটেড কোচ টেন হ্যাগ ব্রুনো ফার্নান্ডেজের পাশেই দাঁড়িয়েছেন। টেন হ্যাগ জানিয়েছেন ম্যাগুয়েরের অবর্তমানে ব্রুনোই পরবেন অধিনায়কের আর্ম-ব্যান্ড।
টেন হ্যাগ জানিয়েছেন, "ব্রুনো এই দলের জন্য অনুপ্রেরণা যোগায় কিন্তু কেউই নিখুঁত নয়। সবাই ভুল করে এবং সেই ভুল থেকে শিক্ষা নেয়। আমাকেও শিখতে হবে এবং ব্রুনোও শিখবে কারণে তিনি খুবই বুদ্ধিমান। আমি খুবই খুশি ব্রুনোকে আমার দলে পেয়ে এবং হ্যারি ম্যাগুয়েরের অবর্তমানে ব্রুনোই আমার দলের অধিনায়ক হবেন।"