বার্সিলোনাকে হারাতে এবার অ্যালেক্স ফার্গুসনের শরণাপন্ন হলেন এরিক টেন হাগ

এক্সট্রা টাইম ওয়েব ডেস্ক : আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগের নকআউট পর্বে লা লিগার শীর্ষে থাকা বার্সিলোনার বিরুদ্ধে ঘরের মাঠে খেলতে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড। আর সেই ম্যাচের আগে কিংবদন্তি কোচ অ্যালেক্স ফার্গুসনের সাথে আলোচনা করতে দেখা গেল ইউনাইটেডের হেড কোচ এরিক টেন হাগকে।
ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় বসে নিজেদের মধ্যে আলোচনা করছেন অ্যালেক্স ফার্গুসন ও এরিক টেন হাগ।
ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসের সব থেকে সফল কোচ ফার্গুসন। ১৩টি প্রিমিয়ার লিগ ও দুটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা ফার্গুসনের থেকে বিশেষ টিপস নিচ্ছেন টেন হাগ, এমনটাই মনে করছেন ফুটবলপ্রেমীরা।
তবে এই বার্সিলোনার কাছেই দুইবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে হারতে হয়েছে অ্যালেক্স ফার্গুসনকে। এবার সেই বার্সিলোনাকে হারাতে মরিয়া থাকবে টেন হাগের ম্যানচেস্টার ইউনাইটেড।
প্রথম লেগে ক্যাম্প ন্যুতে বার্সিলোনার বিরুদ্ধে ২-২ ড্র করেছিল রেড ডেভিলসরা। যেহেতু অ্যাওয়ে গোলের নিয়ম নেই, ফলে এই ম্যাচে যা ফলাফল হবে, তার উপরই নির্ভর করবে, কে পরের রাউন্ডে যাবে।